বড় ভাইয়ের প্রেমিকাকে যখন ছোট ভাই বিয়ে করে

আজিজুল হাকিম, শাহনাজ খুশি ও প্রান রায়। ছবি: সংগৃহীত

লাল শাড়িতে বউ সেজে চেয়ারে বসে আছে আলতা। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ভাসান। পাশে তার সহোদর তুফান, ভাসানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন কনে চরিত্রের অভিনেত্রী শাহনাজ খুশি। পাশে বর সেজে দাঁড়িয়ে আছে প্রান রায়। কিন্তু ভাসান চরিত্রের আজিজুল হাকিম কেন কৌতূহলী দৃষ্টি নিয়ে ছোট ভাইয়ের বউয়ের দিকে তাকিয়ে আছেন? এটা এবার রহস্য জমাবে ‘পিতা বনাম পুত্র গং’ ধারাবাহিক নাটকে।

আজিজুল হাকিম, শাহনাজ খুশি ও প্রান রায়। ছবি: সংগৃহীত

ইতিমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে ধারাবাহিকটি। নাটকের গল্পে দেখা যাবে, বাবার সঙ্গে পাঁচ ভাইয়ের দ্বন্দ্ব। এর মূল কারণ, বাবা কাউকেই বিয়ে দিচ্ছে না। এই নিয়ে ছেলেরা আন্দোলনও করে। কারণ, কারও কারও প্রেমিকা বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু লাভ হয় না। বাবা বিয়ে দেবে না। সেই গল্পেই বড় ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করে হাজির হয় মেজ ভাই। এরপর ঘটতে থাকে মজার ঘটনা। আজিজুল হাকিম বলেন, ‘গল্পটা কমেডি হলেও চরিত্রগুলো আমাদের সমাজের। সেখানে আমার চরিত্র ভাসান পছন্দ করে আলতাকে। কিন্তু ভাসানকে তার চার ভাই বাবার কাছে বিয়ের কথা বলতে বললেও সে বলতে পারে না। এর মধ্যে গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ঘটনা ঘটে। সেভাবেই ভাসানের প্রেমিকার বিয়ে হয়ে যায়।’

প্রান রায় ও শাহনাজ খুশি
ছবি: সংগৃহীত

‘পিতা বনাম পুত্র গং’ ধারাবাহিকটি ইতিমধ্যে ১২৬ পর্ব প্রচারিত হয়েছে। দর্শক শুরু থেকেই ধারাবাহিকটি পছন্দ করেছেন। পরিচালক সকাল আহমেদ বলেন, ‘এখন দর্শক ধারাবাহিক সেভাবে দেখতে চান না। সেখানে আমাদের নাটকটি ব্যতিক্রম। নাটকটি দর্শক দেখেন। তুফানের সঙ্গে কিন্তু আলতার বিয়ে হওয়ার কোনো কথা ছিল না। এটা নিয়েই এখন দর্শকেরা মন্তব্য করছেন, এটা কীভাবে সম্ভব হলো। আমরা গল্পকে দর্শকদের আরও কাছে নিয়ে যেতে চাই। গল্পে প্রতি পর্বে টানটান মুহূর্ত রয়েছে।’

নাটকে ৫ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তারা। ছবি: সংগৃহীত
আরও পড়ুন

পুত্রদের হতাশা, ক্ষোভ থাকলেও বাবার কথার বাইরে কিছু করার সাহস সন্তানদের নেই। বাবার এমন স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে ওঠে পুত্ররা। নাটকের বক্তব্য এমনই। বৃন্দাবন দাসের লেখা এই গল্পই শুরু থেকে দর্শকদের আগ্রহ ধরে রাখে। নাটকটির প্রযোজক কাজী রিটন জানান, নাটকটি মাছরাঙায় প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হয়। নাটকে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, শিরিন আলম, শেলী আহসান, চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ প্রমুখ।

আরও পড়ুন
আরও পড়ুন