কাল থেকে বাংলায় ‘নিনজা হাতোরি’

বাংলায় ডাবিং করা এই কার্টুন সিরিজ প্রচারিত হবে সপ্তাহের সাত দিন সকাল সাড়ে ১০টায়মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে

১ মার্চ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন সিরিজ ‘নিনজা হাতোরি’। বাংলায় ডাবিং করা এই কার্টুন সিরিজ প্রচারিত হবে সপ্তাহের সাত দিন সকাল সাড়ে ১০টায়।
১০ বছর বয়সের কেনেচি মিতসুবা অলস প্রকৃতির ছেলে। পড়ালেখায় তেমন ভালো নয়। তাই তার পিতা-মাতা, শিক্ষক তার ওপর বিরক্ত থাকে। হাতোরি কেনেচির বন্ধু। সে সব সময় কেনেচিকে বিপদ থেকে উদ্ধার করে। ইয়ুমিকো কেনেচির বান্ধবী। কেমুমাকি ও তার নিনজা বিড়াল কিওকি কেনেচির বিরুদ্ধে বিপদ সৃষ্টি করে।

নানা মজার গল্প নিয়ে নির্মিত এই কার্টুন সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে
মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে

আর হাতোরি কেনেচিকে তাদের চক্রান্তের হাত থেকে রক্ষা করে। মাঝেমধ্যে তাদের বন্ধু জিপ্পো আর সোনাম কেনেচিকে রক্ষা করে। তাদের গল্পে ইসাইওহি নামের এক মেয়ে নিনজা আছে। সে সব সময় হাতোরিকে হারাতে চায়। প্রায়ই নতুন নতুন নিনজা টেকনিক ব্যবহার করে। কিন্তু রাস্তায় চলার সময় দিগ্‌ভ্রান্ত হয়ে যায় সে। মাঝেমধ্যে সে হাতোরির প্রেমে পড়ে যায়। তাদের নানা মজার গল্প নিয়ে নির্মিত এই কার্টুন সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে।