বিয়ে করেছেন জোড়া শরীরে যমজ টিভি তারকা অ্যাবি
১৯৯৬ সালে ‘দ্য অপরাহ উইনফ্রে শো’-তে হাজির হয়ে দুনিয়জোড়া পরিচিতি পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের জোড়া শরীরের যমজ বোন অ্যাবি হেনসেল ও ব্রিটানি হেনসেল।
পরে টিএলসির রিয়েলিটি শো ‘অ্যাবি অ্যান্ড ব্রিটানি’তে পাওয়া গেছে দুই বোনকে। জোড়া শরীরে অ্যাবি ও ব্রিটানির গাড়ি ও বাইসাইকেল চালানো দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা।
তত দিনে টিভি তারকা হিসেবে জনপ্রিয়তা পান অ্যাবি ও ব্রিটানি। যমজ বোনের মধ্যে ৩৪ বছর বয়সী অ্যাবির বিয়ের খবর দিয়েছে টুডে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক কর্মী ও নার্স জশ বোলিংকে বিয়ে করেছেন অ্যাবি। টিভি তারকা অ্যাবি পেশায় একজন শিক্ষক।
বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। এই দম্পতি এখন যুক্তরাষ্ট্রের মিনেসোটা শহরে সংসার করছেন। এই শহরের জন্ম ও বেড়ে উঠেছেন অ্যাবি ও ব্রিটানি। ৩৪ বছর বয়সী ব্রিটানি এখনো বিয়ে করেননি।
বিয়ে নিয়ে অ্যাবির সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি টুডে।
১৯৯০ সালে প্যাটি ও মাইক হেনসেল পরিবারে যমজ বোনের জন্ম হয়ে। জোড়া শরীরের জন্মের পর দুজনকে আলাদা করার পরিকল্পনা করা হয়েছিল। তবে চিকিৎসকেরা বলেছিলেন, আলাদা করলে দুজনের বাঁচার সম্ভাবনা ক্ষীণ। ফলে আর আলাদা করা হয়নি।
একসঙ্গেই বেড়ে উঠছেন অ্যাবি ও ব্রিটানি, ব্যাথেল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন।
২০০৩ সালে ডিসকোভারি চ্যানেলের ‘জয়েনড ফর লাইফ’, ২০০৭ সালে ফাইভ টিভির ‘এক্সট্রা-অর্ডিনারি পিপল: দ্য টুইনস হু শেয়ার আর বডি’সহ বেশ কয়েকটি তথ্যচিত্রে দেখা গেছে আবি ও ব্রিটানিকে।