‘প্রতিবারই হানিফ ভাইয়ের কাছে কিছু না কিছু শিখছি’

‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকে ইরফান সাজ্জাদ ও সামিরা খান মাহিছবি : ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পাশাপাশি প্রতি ঈদে নাটকও বানিয়ে থাকেন হানিফ সংকেত। এসব নাটকের বিষয়বস্তু নির্বাচনে নতুনত্ব রাখার একটা ব্যাপার রাখেন তিনি। সমাজের নানা অসংগতি তুলে ধরার চেষ্টা করেন। এবারের ঈদেও ‘ইত্যাদি’র পাশাপাশি নাটক বানিয়েছেন হানিফ সংকেত। ‘ঘরের কথা ঘরেই থাক’ শিরোনামের এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এই নাটকে অভিনয়ের মাধ্যমে তৃতীয়বারের মতো হানিফ সংকেতের পরিচালনায় কাজের অভিজ্ঞতা হলো ইরফান সাজ্জাদের।

‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকে ইরফান সাজ্জাদ ও সামিরা খান মাহিকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন হানিফ সংকেত
ছবি : ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

জানা গেছে, ‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকের দৃশ্য ধারণ করা হয় ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে। নাটকের গল্পে দেখা যাবে শাহেদ (ইরফান সাজ্জাদ) ও সুমী (সামিরা খান মাহি) স্বামী-স্ত্রী, তাদের পরিবারে প্রায় প্রতিদিনই দাম্পত্য কলহ লেগেই থাকে। প্রতিদিন তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ। শাহেদ কিছুটা শান্ত প্রকৃতির। বন্ধুবান্ধবের সঙ্গে সে এই সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করে। বন্ধুরা তাঁর স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দিতে থাকে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে সমস্যা আরও বাড়ে। এরপর ঘটনাচক্রে আসে এক মাস্তান। দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে। এসব নিয়েই গড়ে উঠেছে ‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকের কাহিনি।

‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকের একটি দৃশ্য
ছবি : ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকে ইরফান সাজ্জাদ ছাড়া আর অভিনয় করেছেন সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আবদুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিস ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল, সাদিয়া তানজিন, রত্না, শামীম আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন মেহেদীর। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে এই নাটক।

‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকে ইরফান সাজ্জাদ ও সামিরা খান মাহি
ছবি : ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ বলেন, ‘ছোটবেলা থেকে হানিফ সংকেতের মতো একজন ব্যক্তিত্বকে টেলিভিশনের পর্দায় দেখে আসছি। তাঁর “ইত্যাদি” ম্যাগাজিন অনুষ্ঠান যেমন আমাদের এত লম্বা সময় ধরে আনন্দ দিয়ে আসছে, তেমনি তাঁর পরিচালিত নাটকও আমাদের ভালো লাগার একটি বড় কারণ। এই আমি এখন তাঁরই পরিচালনায় কাজ করছি! এখন পর্যন্ত তাঁর পরিচালিত তিনটি নাটকে অভিনয়ের অভিজ্ঞতা হলো। প্রতিবারই হানিফ ভাইয়ের কাছে কিছু না কিছু শিখছি। এত গোছানো কাজ করেন, যা দূর থেকে বুঝতে পারতাম না। এমনভাবে তিনি স্ক্রিপ্ট তৈরি করেন, একজন অভিনয়শিল্পীর আর বাড়তি কোনো এফোর্ট দিতে হয় না। শুধু স্ক্রিপ্ট অনুসরণ করে গেলেই হয়।’