ফারুক আহমেদ বললেন, আমার বউয়ের ছবি তোলেন

তারকাদের দিনটি ছিল অন্য রকম। কখন মেকআপ নেবেন, কখন শুটিং শুরু, বাড়ি ফেরাইবা কখন—এসব নিয়ে কোনো ব্যস্ততা ছিল না; বরং আড্ডা, হইহুল্লোড় আর খোশমেজাজেই দেখা গেল শতাধিক অভিনয়শিল্পীকে। তাঁদের কারও সঙ্গে দুই বছর পরে দেখা হচ্ছে। কারও সঙ্গে এক যুগ! কেউ বন্ধু; কেউ ভাই বলে একে অন্যকে আলিঙ্গন করছেন, খোঁজখবর নিচ্ছেন। নবীন–প্রবীণ সবার মেলবন্ধন হয়ে ওঠা তারকাদের এই আড্ডা, হইহুল্লোড় জমতে সময় নিল না। অভিনয়শিল্পী সংঘের ‘অ্যাক্টর ইকুইটি ডের এই পিকনিক ও আনন্দ আয়োজন সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই গল্প–আড্ডায় মাতলেন তারকারা।
১ / ৭
সুবর্ণা মুস্তাফাকে পেয়ে ছবি তোলার জন্য এগিয়ে এলেন সহকর্মীরা। দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে
ছবি: প্রথম আলো
২ / ৭
সুইটি বললেন, ভাই আমাদের মেয়েদের ছবি তোলেন। বলেই দাঁড়িয়ে গেলেন দীপা খন্দকার, সুষমা সরকার, তানভীন সুইটি, জাকিয়া বারী মম, আজমেরি হক বাঁধন ও তামিনা মৌ। ছবি: কবির হোসেন
৩ / ৭
আড্ডায় মেতেছিলেন, তানভীন সুইটি, জাকিয়া বারী মম, বাঁধন ও অন্যরা। ছবি: কবির হোসেন
৪ / ৭
মেয়েকে নিয়ে এসেছিলেন বাঁধন। তাঁদের সাজ ছিল একই রকমের। ছবি: কবির হোসেন
৫ / ৭
আয়োজন নিয়ে ব্যস্ততার ফাঁকেই আড্ডা দিচ্ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান। ছবি: প্রথম আলো
KabirHossain
৬ / ৭
৬. স্ত্রীকে নিয়ে এসেছিলেন অভিনেতা ফারুক আহমেদ। বললেন, আমার বউয়ের ছবি তোলেন। তারপরে বউকে নিয়ে দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। এই অভিনেতার লেখা ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ নামের একটি বই এখন বই মেলায় পাওয়া যাচ্ছে। ছবি: কবির হোসেন
৭ / ৭
অন্যরা আড্ডায় মাতলেও রোগীদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন ডা. এজাজ ও শামস। এজাজ বলেন, রোগী দেখেই আনন্দ পাচ্ছি
ছবি: প্রথম আলো