শাহরুখের ‘ডানকি’ দেখে ১০–এ ৫ দিলেন সারা যাকের, কারণটা জানালেন তিনি

শাহরুখ খান ও সারা যাকেরকোলাজ

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের মুক্তির অনুমতি পেয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘ডানকি’। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির ঠিক এক দিন পর, ২২ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায় ছবিটি। মুক্তির আগে ছবিটি নিয়ে বেশ সাড়া পড়ে। ‘ডানকি’ নিয়ে এমনও বলা হয়েছিল, শাহরুখের এই ছবির ঠিক আগে মুক্তি পাওয়া ‘পাঠান’ ও ‘জাওয়ান’কে ছাড়িয়ে যাবে। তবে যতটা গর্জেছে, বাস্তবে ততটা বর্ষেনি।

সারা যাকের
ফাইল ছবি

ছবিটি সেভাবে দর্শকচাহিদা পূরণ করতে যেমন পারেনি, তেমনি ব্যবসায়িক সফলতায়ও আগের দুটি ছবিকে ছাড়িয়ে যেতে পারেনি। ঠিক যখন এই অবস্থা চলছিল, তখন ঢাকার মহাখালীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখে সারা যাকের জানালেন, ১০ নম্বরের মধ্যে ছবিটিকে তিনি ৫-এর বেশি দিতে পারছেন না।

‘ডানকি’র দৃশ্য
ছবি : আইএমডিবি

‘ডানকি’ দেখা শেষে সারা যাকের ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘ডানকি’ দেখলাম। একটি ফর্মুলা হিন্দি ফিল্ম। ভালো লেগেছে। আমার স্কোর ৫। সারা যাকেরের সেই পোস্টে অনেকে মন্তব্য করেছেন।

শাহরুখ খান
ছবি : এএনআই

কী কারণে ৫ দিয়েছেন, জানতে চাইলে প্রথম আলোকে সারা যাকের বললেন, ‘আমার কাছে মনে হয়েছে, সাধারণত যে ধরনের হিন্দি সিনেমা চলে, এটাও তেমনই। ফর্মুলা ছবি আরকি। ছবিটি আমার কাছে খুব একটা এক্সট্রা অর্ডিনারি মনে হয়নি। যদিও ছবিটি অনেকের কাছে অনেক ফানি লেগেছে। তবে আমার কাছে খুব ভালো হলে ৬ দিতাম। আর খুবই ভালো হলে বলতাম ৮। তবে ৫ দিলাম, কারণ ভালোর কাছাকাছি। রাজকুমার হিরানির “থ্রি ইডিয়টস” দেখেছি, ভালো লেগেছিল।’

সারা যাকের
ছবি : সারা যাকেরের সৌজন্যে

কথায় কথায় সারা যাকের বললেন, ‘শাহরুখ খানকে বেশি বয়সে দেখতে ভালো লাগলেও কম বয়সী শাহরুখ খানকে কেমন যেন লাগছিল। সত্যি বলতে, শাহরুখ খানকেই কেন জানি সমস্যা মনে হচ্ছিল। শাহরুখ খানের তরুণ লুক নেওয়ার যে একটা ভাবভঙ্গি, ওটা ভালোই লাগেনি। এখন মনে হচ্ছে, হয়তো ৬ দিলে ভালো হতো। তরুণ বয়সের শাহরুখ খানকে ভালো না লাগলেও দুই বয়সের তাপসী পান্নুকে ভালো লেগেছে। প্রত্যাশা ছিল, আরও ভালো কিছু হতে পারত। প্রত্যাশার চেয়ে কম ভালো লেগেছে বলেই ৫ দিয়েছি।’

‘ডানকি’র দৃশ্য
ছবি : আইএমডিবি

২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় রাজকুমার হিরানির ‘ডানকি’। বাংলাদেশে শাহরুখ খানের ভক্তরাও বেশ উচ্ছ্বসিত ছিলেন ছবিটি ঘিরে। আমদানিকারক প্রতিষ্ঠান ব্যাপক প্রচারণাও চালিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি সেভাবে সাড়া পায়নি। তার আগে শাহরুখ খানের ‘জাওয়ান’ মাস দুয়েকের বেশি সময় ধরে বিভিন্ন মাল্টিপ্লেক্সে হাউসফুল হয়েছে, সেখানে ‘ডানকি’ নিয়ে দুই সপ্তাহে দর্শক আগ্রহ কমে গেছে।