মা হারালেন ঈশিতা

ঈশিতা ও তাঁর মা জাহানারা রশীদ

ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে সাড়ে তিন বছর ধরে দেশ–বিদেশের কয়েকটি হাসপাতালে ঘুরেছেন অভিনয়শিল্পী ঈশিতা। কিন্তু শেষ রক্ষা আর হলো না। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় মাত্র ৫৮ বছর বয়সে ঈশিতার মা জাহানারা রশীদ মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে আজ সকালে রাজধানীর উত্তরার বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। সাভারে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এ খবরে শোকাহত ঈশিতার পরিবারসহ বিনোদন অঙ্গনের সবাই।

এদিকে অভিনয়জগৎ থেকে দীর্ঘ সময় ধরে নিজেকে আড়ালে রেখেছেন ঈশিতা। নিজেকে আড়াল রাখলে কী হবে, প্রায়ই অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু মনের মতো গল্প না পাওয়ায় অভিনয়টা নিয়মিত করা হয়ে উঠছে না তাঁর। এখন ছেলে–মেয়ের পেছনে বেশি সময় দিচ্ছেন তিনি। পরিচিতিটা অভিনেত্রী হলেও তিনি গান-নাচেও পারদর্শী। ইদানীং অভিনয় কমিয়ে দিলেও হঠাৎ হঠাৎ গান প্রকাশ করে থাকেন।

১৯৯১ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে তিনি গানে প্রথম স্থান অর্জন করেন। নতুন কুঁড়ির সেই ঈশিতা পরিণত বয়সে এসে নিজের অভিনয়প্রতিভা ও মডেলিং দিয়ে দেশের মানুষের মনে জায়গা করে নেন। আর তাঁর পথচলায় সবসময় পাশে ছিলেন মা জাহানারা রশীদ।