‘হাতে মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি মুখেও মেহেদি’

ঈদ মানে আনন্দ। ঈদের ছুটিতে অবসর এই সময়ে পরিবার-পরিজন নিয়ে দেশ–বিদেশে কাটাচ্ছেন তারকারা। টেলিভিশন নাটক, গান ও চলচ্চিত্রের তারকারা ঈদের খুশি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন। আসুন, সেসব পোস্ট থেকে ব্যতিক্রমী কিছু স্ট্যাটাস দেখি।
১ / ৪
ঈদ আর মেহেদি দিয়ে হাত রাঙাবেন না, তা কি হয়? অভিনেত্রী সাবিলা নূর সময় নিয়ে মেহেদিতে হাত রাঙিয়েছেন। তবে রাত গভীর হওয়ায় একসময় সেই মেহেদি লাগানো হাতেই ঘুমিয়ে পরেন। অবশেষে যা হওয়ার তা–ই। ঘুমের ঘোরে মেহেদি লেগে গেল মুখে। তিনি সেই মুখে মেহেদীর ছবি পোস্ট করে লিখেছেন, ‘হাতে মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি মুখেও মেহেদি।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৪
ভক্তরাই তারকাদের প্রাণ। সে ভক্তদের অন্য রকম ভালোবাসা দেখালেন গায়ক ইমরান মাহমুদুল। এই গায়ক হাত মেহেদি দিয়ে লিখেছেন, ‘ইমরান, লাভ মাই ফ্যান।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৪
ঈদের শুভেচ্ছা বিনিময় করে পরিচালক আদনান আল রাজীব লিখেছেন, ‘খেয়াল করে দেখলাম, ঈদ কিংবা ঈদের আগের দিনই সবকিছু নষ্ট হয়। ইন্টারনেট চলে যাবে অথবা কিচেন এর পানির কল ভেঙে যাবে, ফ্রিজে ঘটঘট আওয়াজ করবে অথবা হঠাৎ এসি টুস করে কাজ করা বন্ধ করে দেবে। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগে।’ সেখানে আরেক পরিচালক মিজানুর রহমান আরিয়ান মন্তব্য করেছেন, ‘এটা বাবা-মাকে ইনবক্স করলেও পারতেন। তাঁরা জানলেই যথেষ্ট যে এগুলা দেখেশুনে রাখার জন্য কাউকে দরকার।’ সেখানে আদনান পাল্টা উত্তর দিয়েছেন, ‘আপনার বাবা মাকেও পাঠাই। একসঙ্গে করে ফেলি দুই ভাই, দুজনকে।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৪ / ৪
ঈদে শুভেচ্ছা বিনিময় করে বাসের মধ্যে মারামারি একটি দৃশ্যে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন তৌসিফ। লিখেছেন, ‘ঈদে বাসের ভাড়া অতিরিক্ত বেশি চাওয়ায় বাসচালকের গায়ে হাত তুললেন যাত্রী।’ এটি ‘ওরা বাড়ি যাবে’ নাটকের দৃশ্য। স্ট্যাটাসে তৌসিফ আবার লিখেছেন, ‘ঈদের সময় সবকিছুর দামই লাগামহীনভাবে বাড়িয়ে দেওয়া হয়, যা খুবই দুঃখজনক। তবে এভাবে কেউ মেজাজ হারাবেন না, নাহলে পরে বিপদে পড়বেন।’
ছবি: ফেসবুক থেকে