পছন্দের ছেলেকে বিয়ের গল্প নিয়েই প্রভার নাটক
পবিত্র ঈদুল আজহার বেশ কিছু নাটকে দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। এসব নাটকে বেশির ভাগই তাঁর সহশিল্পী সময়ের তরুণ অভিনয়শিল্পীরা। তাঁদের সঙ্গে জুটি হওয়া নিয়ে প্রভা জানান, তরুণদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। তিনি সেই চেষ্টাই করছেন।
সম্প্রতি প্রভা শেষ করেছেন ‘বিয়েটা করেই ফেললাম’ নাটকের শুটিং। নাটকে তাঁর সহশিল্পী ছিলেন তরুণ অভিনেতা যাহের আলভী। রোমান্টিক এই নাটক নিয়ে প্রভা বলেন, ‘এখন নিয়মিতই অভিনয় করে যেতে চাই। সেভাবেই গল্পগুলো পছন্দ করছি। তা ছাড়া গল্পে সময়ের একটা চাহিদা রয়েছে। সেটাও মুখ্য। এখন দর্শক কী গল্প পছন্দ করছেন, সেগুলো করছি। রোমান্টিক, কমেডিসহ আমাদের নাটকে অনেক বার্তা দেওয়া হয়েছে। দেখা যায়, অনেক পরিবার সন্তানদের জোর করে বিয়ে দেয়। তারা এই নাটকে একটা বার্তা পাবে।’
নাটকে দেখা যাবে পারিবারিকভাবে একটি তরুণীর বিয়ে ঠিক হয়। কিন্তু তাঁর পছন্দের মানুষ রয়েছেন। সেই পছন্দের মানুষের জন্য একসময় বাড়ি থেকে বের হন এই তরুণী। এর পর থেকে নানা ঘটনার মুখোমুখি হতে হয়।
বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পর ক্যারিয়ারের শুরুতে নিয়মিত নাটকে অভিনয় করতে থাকেন। একের পর এক নাটকে অভিনয় করে প্রশংসা পেলেও মাঝে নিয়মিত নাটকে দেখা যায়নি। ‘সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইত, কবে শুটিং শুরু করছি। কবে নিয়মিত অভিনয়ে আসছি। আমি যেহেতু অভিনয়ের মানুষ। এখন নিয়মিতই দর্শকেরা আমাকে পাবেন। দর্শকদের পছন্দের গল্পগুলো প্রাধান্য দিয়েই কাজগুলো করছি।’
ঈদের জন্য বেশ কিছু কাজ সামনে রয়েছে। এ গল্পগুলোতে বেশির ভাগ এই সময়ের তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে তাঁকে দেখা যাবে। তরুণদের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এই সময়ের যাঁরা তরুণ, তাঁদের কিন্তু আলাদা একটা দর্শক রয়েছেন। দর্শকদের কাছে তাঁদের আলাদা হাইপ আছে, এ জন্যই তাঁরা নিয়মিত কাজ করছেন। তাঁরা কিন্তু দর্শকদের রুচি বোঝেন। তরুণ অভিনেতাদের কাছ থেকেও অনেক কিছু শেখার রয়েছে। আমি তাঁদের কাছ থেকেও শিখি।’
‘বিয়েটা করেই ফেললাম’ নাটকটি ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশনের প্রচারিত হবে। পরে নাটকটি ইউটিউবে দেখতে পারবেন দর্শকেরা। নাটকটি রচনা করেছেন জহির করিম। যৌথভাবে এটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ ও সুব্রত মিত্র।