ঈদের তৃতীয় দিনে টিভিতে যা দেখতে পারেন

‘ধরা’ নাটকের দৃশ্য। বাংলাভিশনের সৌজন্যে
সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তৃতীয় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
আরও পড়ুন

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘তুমি আমার জান’। অভিনয়ে আরশ খান, মাহি। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘বিষদাঁত’।

‘বিষদাঁত’ নাটকের দৃশ্য। এনটিভির সৌজন্যে

অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘রোদ বৃষ্টির গল্প’। অভিনয়ে খায়রুল বাশার, সাদিয়া আয়মান। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘দম’। অভিনয়ে মুশফিক ফারহান, সাফা কবির। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘পাত্তা পায় না সাত্তার ভাই’। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।

আরটিভি
সন্ধ্যা ৭টায় ধারাবাহিক ‘মিস্টার যুক্তিবাদী’। অভিনয়ে জামিল হোসেন, মুন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘রেড রোজ’। অভিনয়ে অপূর্ব, চমক। রাত ৮টা ৩০ মিনিটে ‘বাজাও বিয়ের বাজনা’। অভিনয়ে নিলয়, তাসনুভা তিশা। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘মন খারাপের দিন’। অভিনয়ে সাদিয়া আয়মান, ইরফান সাজ্জাদ। রাত ১১টায় একক নাটক ‘রঙিলা মজিদ’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।

বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে একক নাটক ‘আমার সুন্দরী বউরা’। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া। বিকেল ৫টা ২৫ মিনিটে একক নাটক ‘মুক্তি’। অভিনয়ে খায়রুল বাশার, ফারিণ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘হা-ডু-ডু’। অভিনয়ে মারজুল রাসেল, চাষী আলম। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একক নাটক ‘লুঙ্গিম্যান’। অভিনয়ে নিলয়, হিমি।

রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘মান্না তো ভালোই ছিল’। অভিনয়ে চাষী আলম, পাভেল। রাত ৯টা ২৫ মিনিটে একক নাটক ‘ধরা’।

‘ধরা’ নাটকের দৃশ্য। বাংলাভিশনের সৌজন্যে

অভিনয়ে মুশফিক আর ফারহান, মাহি। রাত ১০টা ৪০ মিনিটে একক নাটক ‘পাখির মতন মন’। অভিনয়ে নিলয়, মাহি। রাত ১১টা ৩৫ মিনিটে একক নাটক ‘সুপার হিরো’। অভিনয়ে জাহের আলভী, সৌমি।