‘ইশক মুরশিদ’ অভিনেত্রী দুরেফিশান গোপনে বিয়ে করেছেন?

‘ইশক মুরশিদ’, ‘ক্যায়সি তেরি খুদগারজি’র মতো আলোচিত টিভি সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পাওয়া পাকিস্তানি অভিনেত্রী দুরে‌ফিশান সেলিমের বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। এটি কতটা সত্যি?

১ / ১০
‘ইশক মুরশিদ’–এ দুরেফিশানের বিপরীতে অভিনয় করেছেন বিলাল আব্বাস। পর্দায় দুজনের রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
দুরেফিশান নাকি বিলালকে গোপনে বিয়ে করেছেন—এমন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে চর্চার শেষ নেই
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৩ / ১০
আলোচনার মধ্যে মুখ খুলেছেন দুরেফিশান। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। তিনি বিলালকে বিয়ে করেননি
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
দুরেফিশান বলেন, বিলাল আব্বাসের সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৫ / ১০
২০২০ সালে উর্দু সিরিয়াল ‘দিলরুবা’ দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে দুরেফিশানের। এতে হানিয়া আমির, মহিব মির্জাসহ আরও অনেকে অভিনয় করেছেন
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
পাঁচ বছরের ক্যারিয়ারে ‘আয়সে আপকি মর্জি’, ‘খাইয়ে’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে অভিনয় করেছেন। সিরিয়ালের বাইরে বেশ কয়েকটি টেলিফিল্ম ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
অল্প সময়ের মধ্যে নজর কেড়েছেন তিনি। এআরআই পিপলস চয়েজ অ্যাওয়ার্ড, হুম অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের মাঝেও বেশ জনপ্রিয়তা রয়েছে দুরেফিশানের
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
দুরেফিশানের জন্ম ও বেড়ে ওঠা লাহোরে, তাঁর বাবা একজন পরিচালক ও প্রযোজক, মা গৃহিণী। দুরেফিশানরা চার ভাই–বোন। ক্যারিয়ার গড়ে করাচি চলে যান
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৭৫ লাখের বেশি
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে