চ্যানেল আইয়ের বর্ষপূর্তিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শুভেচ্ছা

আগামীকাল ২৫ বছরে পদার্পণ করছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। এ উপলক্ষে চ্যানেলটি নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। ২৫তম বর্ষপূর্তিতে চ্যানেলটির জন্য শুভকামনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এদিকে কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রবাসী বাঙালিদের উদ্যোগে কাল অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেল আইয়ের ২৫ বছরে পদার্পণের আয়োজন উদ্‌যাপন করা হবে।

চ্যানেল আইকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় জাস্টিন ট্রুডো বলেছেন, ‘চ্যানেল আই ২৫তম জন্মদিন পালন করতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। চ্যানেল আইকে আমার উষ্ণ অভিনন্দন। বহু সংস্কৃতির দেশ কানাডায় বৈচিত্র্যতা সবচেয়ে বড় শক্তি। এই বৈচিত্র্যময় কানাডা তৈরিতে বাংলাদেশি কানাডিয়ানরা প্রতিদিন যে অবদান রাখছেন, তা অমূল্য। এর মাধ্যমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের সেই সুযোগও নিতে চাই।’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
ছবি: রয়টার্স

ট্রুডো তাঁর দেওয়া শুভেচ্ছাবার্তায় আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে কিছু মানুষ যখন বিভাজনের ওপর ফোকাস করছে, সেখানে চ্যানেল আই তাদের কাজ দিয়ে ঐক্য তৈরি করতে সহযোগিতা করছে। চ্যানেল আই তার তথ্যের মাধ্যমে খুবই গুরুত্বসহকারে সব বাংলাদেশিকে তাঁদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে সংযুক্ত রেখে কাজ করে চলছে, তা সত্যিই অসাধারণ। এমন কাজ করে যাওয়ার জন্য চ্যানেল আই ধন্যবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এই মাইলফলকের জন্য একই সঙ্গে পরবর্তী ২৫ বছরের জন্যও শুভকামনা রইল।’

এর আগে ২০১৪ সালে তৎকালীন সরকারের এমপি দেবিনদর শোরি কানাডার পার্লামেন্ট হাউস অব কমন্সে চ্যানেল আইয়ের ১৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন।

ফরিদুর রেজা সাগর
ছবি: প্রথম আলো

জাস্ট্রিন ট্রুডোর শুভেচ্ছাবার্তা প্রসঙ্গে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বললেন, ‘লাল-সবুজের স্লোগান বুকে ধারণ করে আমাদের চ্যানেল আই দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করছে। বাংলাদেশি এবং বাংলাভাষী সবার হাসি-আনন্দ, দুঃখ-কষ্ট, অর্জন, সাফল্যের সহযাত্রী হয়ে থেকেছি। আমরা যে ২৫ বছরে আন্তর্জাতিক পর্যায়েও অনেক দূর চলে গেছি, এই বার্তা তারই প্রমাণ।’