‘পুনর্জন্ম’-এর শেষ কিস্তি কবে আসবে জানালেন পরিচালক

ভিকি জাহেদের ‘পুনর্জন্ম ’ ইউনিভার্স
কোলাজ

শহরের বিখ্যাত শেফ রাফসান হক রান্না করলে কবজি ডুবিয়ে খেতে হয়। কেননা তাঁর রান্নার স্বাদই আলাদা। সেটি হতে পারে যেকোনো খাবার। রাফসান হকের হাতের রান্না বলে কথা। তাঁর রান্না কি কখনো খারাপ হতে পারে? পাঠক হয়তো বুঝেই গেছেন কথা হচ্ছে ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ নিয়ে। গতকাল বুধবার ইউটিউবে নাটকটির এক কোটি ভিউ পূর্ণ হয়েছে। পরিচালক জানিয়েছেন ‘পুনর্জন্ম ৪’ মুক্তির সময়।

ছবি : সংগৃহীত

চলতি মাসের শুরুতে মুক্তি পায় ‘পুনর্জন্ম ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি। আগের দুটির মতো ‘পুনর্জন্ম ৩’ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। গল্পের সঙ্গে ‘পুনর্জন্ম ৩’-এর অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর লুকও সাড়া ফেলেছিল। তাঁর লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন অনেক ভক্ত।

‘পুনর্জন্ম’–এর পোস্টার
ছবি : সংগৃহীত

‘পুনর্জন্ম’ ভিকি জাহেদের কোটি ভিউ হওয়া প্রথম নাটক। প্রথম কোনো নাটক কোটি ভিউ স্পর্শ করায় উচ্ছ্বসিত পরিচালক। এ প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রথম কোনো নাটক কোটি ভিউ হওয়ায় আমি ও আমার দল খুবই খুশি।’ তিনি জানান, ভিউ মাথায় রেখে নাটক নির্মাণ করেন না। দর্শককে ভালো গল্প উপহার দিতে চান। তাঁর এ নাটক দর্শক পছন্দ করেছেন। তিনি বলেন, গল্পটা বুঝতে হলে দেখতে হবে সিরিজের প্রতিটি পর্ব।

‘পুনর্জন্ম ৩’ –তে মেহজাবীন
ছবি : সংগৃহীত

গত বছরের জুলাইয়ে ‘পুনর্জন্ম’ নির্মাণ করেন ভিকি জাহেদ। একই বছর ‘পুনর্জন্ম ২’ নিয়ে আসেন তিনি। চলতি বছর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে একই ইউনিভার্সের ‘শুক্লপক্ষ’ নির্মাণ করেন ভিকি। এরপর চলতি মাসে আসে ‘পুনর্জন্ম ৩’। নাটকে রাফসান হক চরিত্রে অভিনয় করে আলোচিত হন ছোট পর্দার অভিনেতা আফরান নিশো। আরও আছেন মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী, আবদুল্লাহ আল সেন্টু।

‘পুনর্জন্ম ২’–এর পোস্টার
ছবি : সংগৃহীত

চলতি মাসে ‘পুনর্জন্ম ৩’ প্রকাশ হলেও দর্শকপ্রিয়তায় এই পর্বের ভিউ প্রায় ৮০ লাখ ছাড়িয়েছে। এখন দর্শক অপেক্ষা করছেন এর অন্তিম পর্বের জন্য। এ প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ জানান, আগামী ঈদে অন্তিম পর্ব প্রকাশ করবেন। তিনি দর্শককে সুন্দর একটা শেষ উপহার দেবেন। শেষ পর্বের গল্প ও চিত্রনাট্য প্রস্তুত। এখন শুধু শুটিং শুরুর অপেক্ষা।

আরও পড়ুন