‘যেসব চরিত্রের প্রস্তাব পেয়েছি, তা করার মতো না’

শবনম ফারিয়া
ছবি: প্রথম আলো

ছোট পর্দার নিয়মিত দেখা যেত শবনম ফারিয়াকে। বিশেষ করে প্রতিবছর দুই ঈদের নাটকে। কিন্তু চলতি বছর পড়াশোনা ও ব্যক্তিগত কারণে দুই ঈদের নাটকের শুটিং করতে পারেননি। অভিনয় থেকে বেশ কিছুদিনের বিরতিতে ছিলেন ফারিয়া। বিরতির পর গতকাল ওয়েব ফিল্ম ‘দাফন’ দিয়ে শুটিংয়ে ফিরেছেন শবনম ফারিয়া। ওয়েব ফিল্মে অভিনয়ের কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

শবনম ফারিয়া

ফারিয়া বলেন, ‘গত দুই ঈদ সেভাবে শুটিং করিনি। আমার ব্যক্তিগত কিছু কারণ ছিল। এ ছাড়া আমার সেমিস্টার ফাইনাল চলছিল। কম্প্রোমাইজ করতে চাইনি। এ জন্য অভিনয় থেকে বিরতিতে ছিলাম। এখন মনে হচ্ছে আবার কাজে ফেরার মতো মানসিক অবস্থায় চলে এসেছি।’

শবনম ফারিয়া
ছবি : ফেসবুক

ছোট পর্দায় নিয়মিত দেখা গেলেও ‘দেবী’র পর আর বড় পর্দায় দেখা যায়নি ফারিয়াকে। বড় পর্দায় অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘ছবিতে তো কাজ করতে চাই। কিন্তু আমার করার মতো চরিত্র আসে না। এখন পর্যন্ত যেসব চরিত্রের প্রস্তাব পেয়েছি, তা করার মতো না।’

শবনম ফারিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সোমবার ‘দাফন’ ওয়েব ফিল্মটির শবনম ফারিয়া অংশের শুটিং হয়েছে রাজধানীর মিরপুরে। সোম ও মঙ্গলবার দুদিন চলবে শুটিং। ওয়েব ফিল্মটিতে ফারিয়ার চরিত্রের নাম জুঁই। অভিনেত্রী জানান, তাঁর দৃশ্যগুলোর কাজ দুই দিনেই শেষ হয়ে যাবে। ‘দাফন’ পরিচালনা করছেন কৌশিক শংকর। ড্রামা ঘরানার এই ওয়েব ফিল্মে শবনম ফারিয়া ছাড়া আরও অভিনয় করছেন রুনা খান, সাইফ চৌধুরী। এর আগে কুষ্টিয়ায় এই ওয়েব ফিল্মের একটি অংশের শুটিং শেষ হয়েছে।