প্রয়াত বাবার ইচ্ছা পূরণ করলেন চাঁদনী

বাবা মায়ের সঙ্গে চাঁদনী
ছবি: সংগৃহীত

প্রয়াত বাবার ইচ্ছা পূরণ করতে গান গেয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা চাঁদনী। ২৩ সেপ্টেম্বর তাঁর বাবার জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে আজ সোমবার গানটি তাঁর নিজের ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। চাঁদনীর গাওয়া এই গানের শিরোনাম ‘জানি না’। এবারই প্রথম বাবার জন্য গান গাইলেন তিনি।

বাবাকে শ্রদ্ধা জানাতেই গানটি গেয়েছেন বলে জানালেন চাঁদনী। এখন কেউ যদি বলেন গানটি চাঁদনী বেসুরো গেয়েছেন, তাতে কোনো আপত্তি নেই তাঁর। তিনি বললেন, ‘আমি গায়িকা নই। আমার গান বেসুরো হলে হোক। শুধু বাবার ইচ্ছা ও স্মৃতি ধরে রাখতে গানটি করেছি।’

মেহবুবা মাহনূর চাঁদনী
ছবি: সংগৃহীত

২০০৬ সালের কথা। চাঁদনী তখন টেলিভিশন নাটকে অভিনয় ও নাচ নিয়ে ব্যস্ত। সেই সময় তাঁর বাবা সালাহ উদ্দীন আহমেদ ‘চোখ ভরা স্বপ্ন’ নামে একটি টেলিছবি পরিচালনা করেন। সেই টেলিছবি যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে নিহত বাংলাদেশিদের স্মরণ করে নির্মিত হয়েছিল। ১৫ বছর আগে ২০০৭ সালে দিকে প্রচারের কথা থাকলেও চাঁদনীর বাবা চেয়েছিলেন টেলিছবিতে মেয়ের গাওয়া একটি গান রাখবেন। বিশেষ কারণে সে সময় গানটি চাঁদনীর গাওয়া হয়নি। এদিকে নাটকটিও দীর্ঘ সময় ধরে প্রচারিত হয়নি। পরে ২০১৮ সালে চাঁদনীর বাবা মারা যান। তার পর থেকে বাবার ইচ্ছা অপূর্ণই থেকে যায়।

বাবা মায়ের জন্যই গানটি করেছেন চাঁদনী
ছবি: সংগৃহীত

চাঁদনী বলেন, ‘বাবা চেয়েছিলেন সেই নাটকে আমার একটি গান থাকবে। কিন্তু দীর্ঘ সময়েও নাটকের গানটি করা হয়নি। ২০১৮ সালে বাবা মারা যাওয়ার পর খুবই কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম, যত খারাপই হোক গানটি করব। করোনার মধ্যে হঠাৎ মায়ের ডায়েরিতে গানটির কথা খুঁজে পাই। তখন বাবার অপূর্ণ ইচ্ছা পূরণের জন্য গানটি তৈরি করি। ভালো-মন্দ বিচার করে গানটি করিনি। বাবার জন্যই গানটি করা। শুধু এর মধ্যে দিয়ে বাবার স্মৃতি ধরে রাখতে চেয়েছি।’

‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এর একটি দৃশ্যে
ছবি: সংগৃহীত

‘জানি না’ শিরোনামের গানের কথা লিখেছেন এই অভিনেত্রীর মা ফাতেমা বেগম। গানটির সুর করেছেন ফারহান লাবিব, সংগীত জায়িন। চাঁদনী জানালেন, বাবার বানানো ‘চোখ ভরা স্বপ্ন’ টেলিছবিটি শিগগির প্রচারিত হবে।

তবে এসবের কোনো কিছুই চাঁদনী বাণিজ্যিক উদ্দেশ্যে করেননি। ভালোবাসা থেকে করা বলে জানালেন তিনি। এদিকে নিয়মিতই এখন নাচের নানা বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে চাঁদনীকে। জানালেন, নিয়মিত অভিনয়েও ব্যস্ত হচ্ছেন। দেখা যেতে পারে ওয়েব সিরিজেও। এর আগে রূপকথার গল্প ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ অবলম্বনে তিনি বানিয়েছেন নৃত্যনাটিকা।