লাইভে ফারুক আহমেদ, নাসরিন বললেন, ক্যামেরা বন্ধ করো....

ফারুক আহমেদ ও নাসরিন নাহার। ছবি: সংগৃহীত

দুই দিন ধরে অভিনেতা ফারুক আহমেদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখে যাচ্ছেন, সন্ধ্যা ৭টায় একটি অবাক করা ভিডিও ছাড়বেন। হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকের ফুলিকে ভিডিওতে দেখতে পারবেন। প্রথম দিন কথামতো সেই ফুলিকে লাইভে নিয়ে আসতে না পারলেও গতকাল শনিবার কথা রেখেছেন এই অভিনেতা। কথামতো সেই ফুলিকে নিয়ে ফেসবুক লাইভে এলেও আটকে রাখা যায় না ফুলি চরিত্রের অভিনেত্রী নাসরিন নাহারকে। ফেসবুক লাইভ বুঝতে পেরেই দ্রুত লুকিয়ে গেলেন ‘আজ রবিবার’ দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী।

‘২৮ বছর পরে “আজ রবিবার” নাটকের সেই ফুলি এখন কেমন আছেন। ভিডিওতে দেখতে থাকুন’—কথাগুলো বলতে বলতেই ফেসবুক লাইভ করছিলেন নাটকের সেই মতি চরিত্রের অভিনেতা ফারুক আহমেদ। লাইভে তিনি স্ত্রীকে ডাকেন। এই অভিনেতার স্ত্রী নাসরিন নাহার কিছুটা দূর থেকে পাশে আসেন। তখনো তিনি বুঝতে পারেননি, তাঁকে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

ফারুক আহমেদ ও নাসরিন নাহার। ছবি: সংগৃহীত

নাসরিন নাহার কাছে এলে অভিনেতা ফারুক আহমেদ ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, ‘তিনিই আমার স্ত্রী নাসরিন নাহার। আমরা ২৮ বছর আগে ফুলি ও মতি চরিত্রে অভিনয় করেছিলাম।’ এ কথা শুনেই ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে নেন ফুলি চরিত্রের এই অভিনেত্রী। তিনি বলতে থাকেন, ‘আমি জানি।’ বলেই তিনি দ্রুত ক্যামেরার সামনে থেকে সরে পরতে থাকেন। নানাভাবে ফারুক আহমেদ তাঁকে দাঁড় করানোর চেষ্টা করেন। হাত ধরলেও দ্রুত সরে যান এই অভিনেত্রী। অন্যদিকে নাসরিন নাহার বলতে থাকেন, ‘ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো।’ একপর্যায়ে তিনি ঘরের মধ্যে চলে যান।

মেয়ের সঙ্গে ফারুক আহমেদ ও নাসরিন নাহার। ছবি: সংগৃহীত

এই নিয়ে ভক্তরা অনেকেই ফেসবুক লাইভের নিচে মন্তব্য করেছেন, ‘অনেক দিন পরে দেখলাম সেই ফুলিকে’। কেউ মন্তব্য করেছেন, ‘পছন্দের অভিনেত্রী নাসরিন আপার কথা শোনার জন্য অপেক্ষায় ছিলাম।’ ভক্তদের আগ্রহ প্রসঙ্গে কথা হয় অভিনেত্রী নাসরিন নাহারের সঙ্গে। তিনি রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি কিছুই জানি না, কী হচ্ছে। পরে বুঝতে পারি ফারুক ফেসবুক লাইভে আছে। তখন আমি তাড়াতাড়ি সরে পড়েছি।’

‘আজ রবিবার’ নাটকে মতি চরিত্রে ফারুক আহমেদ ও ফুলি চরিত্রে নাসরিন নাহারের অভিনয় দর্শকদের অন্য রকম বিনোদন দেয়। অন্য সব চরিত্রের সঙ্গে পাল্লা দিয়ে নাটকের প্রথম পর্ব থেকেই ভক্তদের মন জয় করেন তাঁরা। তাঁরা হয়ে ওঠেন ফুলি ও মতি। সেই ফুলির কথা শোনার জন্য অনেকেই আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন।

‘আজ রবিবার’ নাটকের দৃশ্যে নাসরিন জাহান
ছবি: সংগৃহীত

‘আপনি ভক্তদের উদ্দেশে কিছুই বললেন না, তাঁরা আপনার কথা শোনার অপেক্ষায় ছিলেন’—এমন প্রশ্নে নাসরিন নাহার বলেন, ‘আমি কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না। হুট করে আমি আসলে কোনো কিছুই করতে পারি না। যে কারণে দ্রুত ক্যামেরার সামনে থেকে সরে এসেছি। এ ছাড়া আমি তো এমনিতেই এখন আর নিয়মিত অভিনয় করি না। যে কারণে ক্যামেরার সামনেও খুব একটা আসা হয় না। এমনকি ছবিও তোলা হয় না। তবে একসময় প্রস্তুতি নিয়ে লাইভে কথা বলব।’

‘ফুলির কথাই আমার কথা’, ‘আফা, মতি ভাইরে চিনছেন? তার মতো জ্ঞানী মানুষ আমি এই জীবনে দেখি নাই গো আফা।’ ‘আজ রবিবার’ নাটকে ফুলি ও মতির চরিত্রে সংলাপ এখনো ফেসবুকে ঘোরে। তাঁদের নিয়ে ভক্তদের অনেক আগ্রহ। কিন্তু তারপরে এই জুটিকে তেমন একটা একসঙ্গে পর্দায় দেখা যায়নি। পরবর্তী সময় ফারুক আহমেদ টেলিভিশন নাটকে নিয়মিত হলেও নাসরিন নাহার টেলিভিশন অভিনয় থেকে দূরে সরে যান।

‘আজ রবিবার’ নাটকের একটি দৃশ্যে নাসরিন নাহার ও ফারুক আহমেদ। ছবি: ফেসবুক