‘বিয়ের এক বছর কখনো খুব ভালো গিয়েছে, কখনো খুব খারাপ’

মৌসুমী হামিদ গত বছর এই দিনে বিয়ে করেন। ছবি: ফেসবুক

দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে ফেললেন অভিনেত্রী মৌসুমী হামিদ। গত বছর এই দিনে আবু সাইয়িদ রানাকে বিয়ে করেন। এই সময়ে নিজেকে নতুন করে জেনেছেন। সম্পর্কের এই বন্ধন থেকে শিখেছেন অনেক কিছু। সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে মৌসুমী বলেন, ‘বিয়ের এক বছর কখনো খুব ভালো গিয়েছে, কখনো খুব খারাপ।’

মৌসুমী বলেন, ‘আমরা অভিনয়শিল্পীর পরে একটা সাধারণ মানুষ। অন্য দশটা পরিবারে যা হয়, তা–ই হয়েছে আমাদের সংসারে। আমাদের সংসারে ঝগড়া, কথা–কাটাকাটি হয়েছে। আবার রাগ ভাঙলে প্রেম করেছি। এভাবে আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বেড়েছে। সুযোগ পেলেই আমরা গিয়েছি ঘুরতে।’

স্বামীর সঙ্গে মৌসুমী হামিদ। ছবি: ফেসবুক

সংসার নিয়ে নানা অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন ধৈর্যের। প্রতিনিয়ত ধৈর্য ধরতে শিখেছেন। ‘আমরা ভালো আছি—দিন শেষে এটা বলতে পারি। এটাও শিখেছি, জীবনে খুব বেশি কিছু দরকার নেই। ভালো থাকাটাই সবার আগে দরকার। যে কারণে ধৈর্য ধরা অবশ্যই শিখতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই আমরা জীবন শুরু করেছিলাম। এখনো সেই সম্পর্কই রয়েছে। কোনো অপ্রাপ্তি থাকলে সেটাকে আমরা ভালো থাকার জন্য কাভার আপ করার চেষ্টা করেছি,’ বললেন মৌসুমী হামিদ।

মৌসুমী হামিদ। ছবি: ফেসবুক থেকে

বিশেষ এই দিন স্বামীর সঙ্গে বাসাতেই কাটাচ্ছেন। মৌসুমী হামিদ জানান, তাঁর সব সময় বিশেষ দিনগুলো বাসাতেই কাটাতে ভালো লাগে। তবে বিশেষ দিনের আগে ঘুরেছেন, সেটাও জানালেন। ‘কয়েক দিন আগেই আমরা একসঙ্গে সুন্দরবন ঘুরে এসেছি। দারুণ সময় কেটেছে। বলা যায় সেটাই প্রথম অ্যানিভার্সারি হিসেবে আমাদের ঘোরাঘুরি,’ বলেন তিনি।

মৌসুমী হামিদ। ছবি: ফেসবুক

মৌসুমী বর্তমানে সকাল আহমেদের ‘বিশ্বাস বনাম সরকার’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত। এদিকে গত বছর পর্দায় এই অভিনেত্রীর ‘নয়া মানুষ’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। মৌসুমী হামিদ বলেন, ‘সিনেমাটি এখনো দর্শক দেখছেন। বিকল্প প্রদর্শনীতে দর্শক দেখার সুযোগ পাচ্ছেন। সিনেমাটি নিয়ে আমাদের চেষ্টা ছিল, সেটা দেখে তারা প্রশংসা করছেন, এটাই ভালো লাগার।’ তাঁর স্বামী আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত।

আরও পড়ুন