ব্যস্ততায় ঠাসা তাঁর এখনকার দিনকাল

কেয়া পায়েল। ইনস্টাগ্রাম থেকে

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রীর একজন কেয়া পায়েল। গত ঈদেও তাঁর অভিনীত বেশ কিছু নাটক আলোচিত হয়েছে। কোনোটি ভিউ পেয়েছে, কোনোটি গল্প ও নির্মাণ মিলিয়ে প্রশংসিত হয়েছে। অভিনয় নিয়ে কখনো যাঁর আগ্রহ ছিল না, অভিনয় দিয়েই এখন আলোচনায় সেই অভিনেত্রী।

‘উড়াল পাখি’ নাটকে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে ‘উড়াল পাখি’র শুটিং শেষ। পরদিনই ঢাকায় আরেকটি নাটকের শুটিং, ওইদিনই তাই ফিরতে হবে। সিলেট বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার মুখেই বাধা। প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যেই বাইকে করে রওনা দিলেন কেয়া আর নাটকে তাঁর সহ–অভিনেতা তৌসিফ মাহবুব ও তাঁর স্ত্রী। পরের পথটুকু ভাড়া গাড়িতে যেতে হবে। বিধি বাম! পথে নষ্ট হলো গাড়ি। পরে টমটমে করে কোনোমতে ফ্লাইট ধরলেন। ঈদ নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে গত রোববার মুঠোফোনে এই গল্পই শোনালেন কেয়া পায়েল। এ রকম ব্যস্ততায়ই ঠাসা তাঁর এখনকার দিনকাল।

কয়েক বছর ধরেই ছোট পর্দার অন্যতম ব্যস্ত এই অভিনেত্রী এবার ঈদে ১০টি নাটকে অভিনয় করেছেন। তবে এর মধ্যে বিশেষভাবে যেসব কাজের কথা উল্লেখ করলেন, তাঁর মধ্যে আছে ‘উড়াল পাখি’।

কেয়া পায়েল। ইনস্টাগ্রাম থেকে

কেবল ফিরতি পথে রুদ্ধশ্বাস যাত্রার কারণেই নয়, গল্প ও নির্মাণ মিলিয়ে এটি তাঁর খুব প্রিয় কাজ। অভিনেত্রীর ভাষ্যে, ‘সুনামগঞ্জ ও মানিকগঞ্জের সুন্দর সুন্দর লোকেশনে প্রায় ৯ দিন শুটিং করেছি। নাটকটি দেখে দর্শকের মনে হবে যেন ছোটখাটো একটা সিনেমা দেখছেন।’

আরও পড়ুন

ঈদে কেয়া পায়েল অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ‘কপি পেস্ট’। ইউটিউবে ১০ দিনে এই নাটকের ভিউ ৭৫ লাখের বেশি। রোমান্টিক গল্পের এই নাটকে দর্শকের জন্য রয়েছে বিনোদনের অনেক রসদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউটিউবের ট্রেন্ডিংয়ে ১১ নম্বরে ছিল নাটকটি।

‘কপি পেস্ট’ নাটকের পোস্টার থেকে। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্যের ঘরে নাটকটি যেমন প্রশংসা পাচ্ছে, তেমনি অভিনয় দিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন কেয়া পায়েল।

ইউটিউবে মন্তব্যের ঘরে মৌসুমী নামের এক দর্শক লিখেছেন, ‘একজন ভালো অভিনেতার সব গুণ রয়েছে কেয়া পায়েলের মধ্যে।’ হাসিব সিদ্দিক নামের আরেক দর্শক লেখেন, ‘কেয়া পায়েলের দুষ্টুমিমাখা নাটকগুলো অনেক ভালো লাগে।’ ‘কপি পেস্ট’ প্রসঙ্গে কেয়া পায়েল জানান, মজার এই কাজ নিয়ে অনেক প্রশংসা পাচ্ছেন। দর্শকের পাশাপাশি সহশিল্পীরাও তাঁর অভিনয়ে মুগ্ধ। রোমান্টিক গল্প ছাড়া তিনি করেছেন ফ্যামিলি ড্রামা ‘বন্ধন’। এই নাটকও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে। নাটকটি দর্শককে কাঁদিয়েছেও।

এই ঈদে তুলনামূলক কম কাজ করেছেন কেয়া পায়েল। কারণ হিসেবে জানান, টিকে থাকার জন্য মানসম্পন্ন কাজের বিকল্প নেই। অভিনেত্রী জানান, ভালো গল্প, ভালো সংলাপের গল্পে কাজ করার চেষ্টা করছেন। কম কাজ করে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছেন।

নিজের অভিনীত নাটক ছাড়া ঈদে অন্যান্য সহশিল্পীর নাটক উপভোগ করেছেন কেয়া পায়েল। তাঁর ভাষ্যমতে, এবারের ইদে বেশ ভালো কিছু নাটক প্রচারিত হয়েছে।

ঈদের আগে টানা কাজ করে অসুস্থ হয়ে পড়েছিলেন কেয়া পায়েল। এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময়ও তিনি অসুস্থ ছিলেন। যদিও ঈদের ১৫ দিন আগেই সব কাজ শেষ করে যুক্তরাষ্ট্রে ঘুরতে চলে যান। ফেরার পর পূর্ণ বিশ্রামে আছেন। ঈদের পর এখনো কাজে ফেরেননি। হাতে থাকা নাটকগুলো নিয়ে আগামী মাসে শুটিংয়ে ফিরবেন।