নাট্যপরিচালক এস আর মজুমদার এই অভিনেতাকে নিয়ে লিখেছেন, ‘মানুষ হয়তো শুধু পর্দায় আপনার কাজ দেখে, কিন্তু পর্দার পেছনেও যে সমাজের জন্য কত কাজ করেন, সেটা অনেকের অজানা! আমি তার কিছু কিছু দেখেছি, দেখে কিছু শিখেছি। মানুষের ভেতরে যে ভালো মানুষের খোঁজে থাকি অহর্নিশ, আপনি সেই স্বল্পসংখ্যকদের একজন। শুভ জন্মদিন।’ছবি: ফেসবুক