তিশাকে যেভাবে চমকে দিলেন ফারুকী

ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন আজ। ২০১০ সালে তিনি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে বিয়ে করেন। তাঁদের সংসারে ইলহাম নামে একটি কন্যাসন্তান রয়েছে। স্বামী মোস্তফা সরয়ার ফারুকী সাধারণত তিশাকে খুব একটা সারপ্রাইজ দিতে পারেন না। এবারের জন্মদিনে তা কিছুটা সম্ভব হয়েছে। আর তাই তো সারপ্রাইজ পার্টির কারণে আগের সব জন্মদিনের চেয়ে তিশার এবারের জন্মদিন ছিল ব্যতিক্রম। সারপ্রাইজ পার্টিতে উপস্থিত ছিলেন তিশা ও ফারুকীর কাছের সব মানুষজন। তিশার জন্মদিনের প্রথম প্রহরেই ফারুকী ফেসবুকে সারপ্রাইজ অনুষ্ঠানের একাধিক স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে শুভেচ্ছা ও ভালোবাসার কথা জানিয়েছেন। এ ছাড়া ফেসবুকে তিশার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চলেছেন। একনজরে দেখে নেওয়া যাক কয়েকটি স্থিরচিত্র
১ / ৮
মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তিশা সব সময় বলে আমি নাকি ওকে সারপ্রাইজ দিতে পারি না। কথা যে খুব একটা ভুল, তা–ও না! তবে আজ আমি ওর জন্মদিনে সারপ্রাইজ দিতে পারছি। হ্যাপি বার্থ ডে, তিশা।’
২ / ৮
ছবিতে দেখা যায় তিশার জন্মদিনে দুটি কেক আনা হয়েছে। একটি মেয়ে ইলহামের পক্ষ থেকে, আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র পক্ষ থেকে।
৩ / ৮
মেয়ে ইলহামের পক্ষ থেকে মা তিশার উদ্দেশে ফারুকী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এই অধম এবং ইলহাম তোমাকে অনেক ভালোবাসি! লাভ ইউ। ইলহাম বড় হয়ে এই ছবিগুলোতে আমাদের এই সব দিনরাত খুঁজে পাবে, ভাবতেই মন ঝলমল করে উঠতেছে।’
৪ / ৮
২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন ফারুকী ও তিশা। বিবাহিত জীবনের এক দশকের বেশি সময় পর গত বছরের ৫ জানুয়ারি কন্যাসন্তানের বাবা-মা হন তাঁরা। সন্তানের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।
৫ / ৮
দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিশা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন। তিশা অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’, ‘মায়াবতী’, ‘ফাগুন হাওয়ায়’, ‘ভালোবাসা প্রীতিলতা’। মুক্তির অপেক্ষায় আছে ‘শনিবার বিকেল’।
৬ / ৮
জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন তিশা-ফারুকীর বন্ধুবান্ধব, পরিবার ও পরিচিতজনেরা। ছবিগুলোতে ভক্তরা তিশাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
৭ / ৮
‘হালদা’ ও ‘অস্তিত্ব’ সিনেমার জন্য নুসরাত ইমরোজ তিশা পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সংগৃহীত
৮ / ৮
২০১৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় একজন স্বনামধন্য পরিচালকের কন্যা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিশা। এতে তাঁর বাবার চরিত্রে অভিনয় করেন ইরফান খান