১৩ বছর পর

ইপসিতা শবনম শ্রাবন্তী
মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মডেল, নৃত্যশিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তী। সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০১০ সালে। নুরুল আলম আতিকের পরিচালিত ডালিম কুমার নাটকের পর তাঁকে আর অভিনয় করতে দেখা যায়নি। দীর্ঘ ১৩ বছর পর আবার ছোট পর্দায় আসছেন তিনি। ফিরছেন ছোট পর্দায়; কিন্তু অভিনয় করতে নয়, অভিনয় থেকে কেন দূরে আছেন, সে কথা জানাতে আসবেন তিনি।

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’। ঈদে এই অনুষ্ঠানের বিশেষ আয়োজনের অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। সেখানেই তিনি জানাবেন ব্যক্তিজীবনের টক-ঝাল-মিষ্টি কিছু সম্পর্কের কথা।

ইপসিতা শবনম শ্রাবন্তী
মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে

কেন এক যুগের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন, সে কথা। শোনাবেন জনপ্রিয়তার প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প এবং আরও জানাবেন, সামনের দিনগুলোতে তাঁর নতুন পরিকল্পনার কথা।

গত বছর ওজন ঝরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন রূপে হাজির হয়েছেন তিনি। অভিনয়ের জন্য নয়, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে—শুধু সে জন্যই ওজন কমিয়েছিলেন তিনি। রং নাম্বার-এর মতো জনপ্রিয় সিনেমার নায়িকা শ্রাবন্তী একসময় অভিনয় করেছিলেন ৫১বর্তী, সাত চার দুই, নুরুল হুদা একদা ভালোবেসেছিল, সিক্সটি নাইন, জোছনার ফুলসহ অসংখ্য জনপ্রিয় নাটকের কেন্দ্রীয় চরিত্রে।

২০১০ সালে সর্বশেষ অভিনয় করলেও শেষ কবে টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, শ্রাবন্তী নিজেও মনে করতে পারেননি। অনুমান করে শ্রাবন্তী বলেন, ‘১৬-১৭ বছর আগে তো হবেই।’ রুম্মান রশীদ খান ও খালেদার সঞ্চালনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের চতুর্থ দিন, সকাল সাতটায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।

ইপসিতা শবনম শ্রাবন্তী
ছবি: প্রথম আলো