‘ভাই ব্যক্তিগত কথা বলছি ছবি তুলবেন না’

আজ সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টর গিল্ডের নির্বাচন। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ৪৪ জন। এর মধ্যে বিজয়ী হবেন ২১ জন। যাঁরা ২০২৫-২৭ দুই বছর মেয়াদি সংগঠন পরিচালনার দায়িত্ব পালন করবেন। ছবিতে দেখে নিতে পারেন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন।
১ / ৯
পাশাপাশি দুই সভাপতি পদপ্রার্থী সালাহউদ্দিন লাভলু ও শহীদুজ্জামান সেলিম একজনের ভোটারের সঙ্গে কথা বলছেন। বেশির ভাগ সময় তাঁরা সামনাসামনিই ছিলেন।
ছবি: প্রথম আলো
২ / ৯
অভিনেতা ও নির্মাতা আজাদ আবুল কালাম ভোট দিতে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীরা ঘিরে ধরে ভোট চাইছিলেন। তিনি সবাইকে বলছিলেন, ‘ঠিক আছে।’
ছবি: প্রথম আলো
৩ / ৯
গুণী অভিনেতা ও পরিচালক আবুল হায়াত ভোট দিয়ে বের হচ্ছেন। তারপরও তাঁকে ঘিরে ধরলেন অনেকে। প্রার্থীরা এবার ভোট নয়, দোয়া চাইলেন এই প্রবীণ অভিনেতার কাছে।
ছবি: প্রথম আলো
৪ / ৯
একের পর এক চলছিল সেলফি। একটি সেলফিতে ডি এ তায়েব, চয়নিকা চৌধুরী, সালাহউদ্দিন লাভলু ও অন্যারা।
ছবি: প্রথম আলো
৫ / ৯
চারপাশে জমে ওঠে পরিচালকদের আড্ডা। তেমনই একটি মুহূর্ত। তাঁদের প্রত্যাশা; সংগঠনের জন্য দক্ষ ও যোগ্য লোক নির্বাচিত হবে। যাঁরা সৃজনশীল এই সংগঠনকে এগিয়ে নেবেন।
ছবি: প্রথম আলো
৬ / ৯
লাইন ধরে ভোট দিচ্ছেন নির্মাতারা। এই নিয়ে কোনো অভিযোগ ছিল না। বরং আনন্দে ভোট দেন সবাই।
ছবি: প্রথম আলো
৭ / ৯
সহকর্মীদের নির্বাচনে এসেছেন অনেকে। তাদের মধ্যে অভিনেতা মুকিত জাকারিয়া কথা বলছিলেন সহকর্মীদের সঙ্গে। ছবি তুলতে গেলে তিনি মজা করে বলেন,‘ভাই ব্যক্তিগত কথা বলছি ছবি তুলবেন না।’
ছবি: প্রথম আলো
৮ / ৯
সরব ছিলেন নারী নির্মাতারাও।
ছবি: প্রথম আলো
৯ / ৯
ভেতরে লাইন ধরে চলছে ভোটদান কার্যক্রম। ব্যালট নিয়ে সবাই ভেতরে ভোট দেবেন। ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো