অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন

মিতা চৌধুরীপ্রথম আলো

অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।অভিনেত্রীর মেয়ে নাভিন চৌধুরী ফেসবুকে মিতা চৌধুরীর মৃত্যুর খবরটি জানান। রাত ১০টার দিকে তিনি ফেসবুকে লিখেছেন, তাঁর মা (অভিনেত্রী মিতা চৌধুরী) আজ রাতে মারা গেছেন।

অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিতা চৌধুরীর মৃত্যুর তথ্য জানিয়েছেন। সুবর্ণা মুস্তাফা নিজের প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’তে মিতা চৌধুরীর সঙ্গে কাজ করেছিলেন বলে জানিয়ে ছবি শেয়ার করেছেন। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মিতা চৌধুরী মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন। এটি তাঁর দ্বিতীয় অধ্যায়। এরপর আবার নিয়মিত অভিনয় করেছেন।

তাঁর প্রথম ধারাবাহিকের নাম ‘শান্ত কুটির’। মিতার মতে, ‘এ নাটকের মধ্য দিয়ে আমি মূলত নতুন ধারার কাজের সঙ্গে পরিচিত হই।’

‘অমানুষ’ নাটকে মিতা চৌধুরী ও মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত

শুধু টিভি নাটকই নয়, মঞ্চে ‘সূচনা’ ও ‘গুড নাইট মা’–এর মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী ‘গুড নাইট মা’–এর পাণ্ডুলিপি তৈরি করেন।

বিটিভিতে মিতা চৌধুরীর প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর ‘আরেকটি শহর চাই’।