‘ইয়াং স্টার ইউএসএ’ চ্যাম্পিয়ন হলেন অ্যারিজোনার জায়না মুস্তাক

জায়না মুস্তাক। ছবি : সংগৃহীত

রিয়েলিটি শো ‘ইয়াং স্টার ইউএসএ ২০২৩’-এর চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার জায়না মুস্তাক। যৌথভাবে রানার্সআপ হয়েছেন শামস ও ইশাল। যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ হয়েছেন উমায়রা ও লিয়ানা। গতকাল বুধবার রাত আটটায় আরটিভির পর্দায় ইয়াং স্টার ইউএসএর গ্র্যান্ড ফিনালে সম্প্রচারিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

গ্র্যান্ড ফিনালের আয়োজনে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আজ গ্র্যান্ড ফিনালে পর্বে যাঁরা প্রতিযোগিতা করছেন, তাঁরা সবাই আমাদের কাছে যোগ্য। সম্মানিত বিচারকেরা তাঁদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচন করবেন। বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য এ আয়োজন তাঁদের হৃদয়ে বাংলা সংস্কৃতিকে আরও বদ্ধমূল করবে। তাঁদের দেশপ্রেমকে উদ্বুদ্ধ করবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরটিভির চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম বলেন, ‘যাঁরা ৩০–৪০ বছর আগে আমেরিকায় স্থায়ী হয়েছেন, তাঁদের পরবর্তী প্রজন্ম বাংলা সংস্কৃতি সম্পর্কে খুব একটা জানে না। চর্চার আগ্রহও কম। আমাদের এসব আয়োজন তাঁদের ভেতর নতুন করে জাগরণের সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও করবে।’ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলা গান নিয়ে আরটিভির এ ধরনের একাধিক প্রতিযোগিতা রয়েছে, যেগুলো দেশের পাশাপাশি বিদেশেও বাংলা গানের চর্চাকে প্রাণ দিয়েছে। আমি তাদের এ আয়োজনে অভিভূত।’

গতকাল বুধবার রাত আটটায় আরটিভির পর্দায় ইয়াং স্টার ইউএসএর গ্র্যান্ড ফিনালে সম্প্রচারিত হয়
ছবি : সংগৃহীত

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার, তাঁর সহধর্মিণী মার্সিয়া শিলার প্রমুখ।

উল্লেখ্য আরটিভির লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীত শিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’-এর ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয় ‘ইয়াং স্টার ইউএসএ’। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বাছাই করা ১০০ প্রতিযোগীকে নিয়ে নিউইয়র্কের রকওয়ে বিলভড কুইন্স অডিটোরিয়ামে শুরু হয় ‘ইয়াং স্টার ইউএসএ-স্টুডিও অডিশন রাউন্ড’। এ পর্বে ১০০ প্রতিযোগীর গানের পারফরম্যান্স থেকে বিশ্লেষণ করে মোট ২২ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করেন বিচারকেরা। এই ২২ প্রতিযোগীকে নিয়ে আয়োজন করা হয় পরবর্তী রাউন্ডের।

এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা; আছেন জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক এস আই টুটুল এবং যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জোহোরা হোসেন। সহযোগিতায় ছিলেন অলিভ আহমেদ।

২২ প্রতিযোগী থেকে ১১ জনকে নিয়ে বাংলাদেশে হয় পরবর্তী রাউন্ড। বাংলাদেশ পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইমন সাহা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও মুজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল লাবণ্য।

সৈয়দ আশিক রহমানের পরিকল্পনায় অনুষ্ঠান বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রিয়েলিটি শোটি প্রযোজনা করছেন আরজু আহমেদ।