চেনা রূপে বালাম, ১মিনিট ৯ সেকেন্ডেই ভাইরাল

তারকারা কে কী করছেন, তাঁদের সেসব কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে...
১ / ৫
হঠাৎ তরুণ বয়সে ফিরলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তখন সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার ছাত্র হিসেবে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন। সেই সময়ের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ চোখভরা স্বপ্ন, জীবনযুদ্ধের প্রস্তুতি’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
২ / ৫
মেহজাবীন চৌধুরীকে ভক্তদের কাছ থেকে শুনতে হচ্ছে আবার পর্দায় কবে দেখা যাবে। এ নিয়ে এখনই মুখ খুলছেন না। তবে নতুন কাজ করছেন ভক্তদের জন্য। সেগুলো সম্পর্কে ভক্তদের এখনই কিছু জানাতে চান না। আজ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমারে স্মরণ করবেন তো, “ভুল জন্ম”?’ এটি কি ‘ভুল জন্ম’ নামে কোনো কাজের ছবি? জানতে চেয়েছেন ভক্তরা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৩ / ৫
অনলাইন থেকে অভিমান করেই কিছুটা দূরে ছিলেন। তবে ভক্তদের জন্য আবার ফিরেছেন সংগীতশিল্পী বালাম। তাঁর জনপ্রিয় ‘কী নেশা’ গানটি গেয়ে আবার ভাইরাল হয়েছেন। ১ মিনিট ৯ সেকেন্ডের সেই ভিডিও ফেসবুকে ১০ হাজারবার শেয়ার হয়েছে। বালাম পোস্টের সঙ্গে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সবাই আমাকে বলেন আবার ফিরে আসেন। তাঁদের জন্যই এই গানটি এখানে পোস্ট করলাম। আপনাদের সবাইকে মিস করি।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৪ / ৫
ব্যক্তিগত জীবনের নানা উপলব্ধির কথা ফেসবুকে ভাগাভাগি করেন গায়িকা সালমা। আজ তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। ভালো থাকবেন ততক্ষণ, দিতে পারবেন যতক্ষণ।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৫ / ৫
অনেক সময়েই পরিবেশ নিয়ে সোচ্চার হতে দেখা যায় অভিনেত্রী কাজী নওশাবাকে। তিনি লিখেছেন, ‘গাছ কাটার আওয়াজ কেমন লাগে?’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত