টিভিতে আজ শাকিব, বুবলীর ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইলা মাইয়া’

দীপ্ত টিভিতে সন্ধ্যা ৭টায় একক নাটক ‘শুধু একবার বলো’। ছবি: সংগৃহীত
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের সপ্তম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

এটিএন বাংলা
সকাল ৮টায় প্রভাতি অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। সকাল ৯টায় একক নাটক ‘সমস্যা কি?’। অভিনয়ে মোশাররফ, সারিকা সাবা। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘ধুম তানা না’। বিকেল ৫টা ৩০ মিনিটে কমেডি শো ‘হাউস নাম্বার ৪২০’। বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটক ‘স্মার্ট গার্ল’। অভিনয়ে তামিম মৃধা, স্বর্ণলতা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘ভালোবাসার কাছে ফেরা’। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ‘মেঘের বৃষ্টি’। অভিনয়ে জোভান, নাজনীন নীহা। রাত ১০টা ৩০ মিনিটে ‘ঈদ বিনোদন মেলা’। রাত ১১টায় নাটক ‘গরিবের বন্ধু’। অভিনয়ে নিলয়, হিমি।

চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ফুলপুর’। অভিনয়ে আরশ খান, রিয়া মণি। বিকেল ৪টা ৩০ মিনিটে ‘টেলিফিল্ম হতাহতের ঘটনা ঘটেনি’। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মিশন মুন্সিগঞ্জ’। অভিনয়ে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা। রাত ৭টা ৫০ মিনিটে নাটক ‘জালিয়াত’। অভিনয়ে জোভান, কেয়া পায়েল। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘বলো ভালোবাসি’। অভিনয়ে ফারহান, ফারিন খান।

‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির দৃশ্যে শাকিব খান ও বুবলী

বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি কণ্ঠশিল্পী উর্মি খান। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি কণ্ঠশিল্পী রাজীব ও সানজিদা রিমি। বেলা ১টায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘লন্ডনী জামাই’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু। রাত ৮টা ১৫ মিনিটে একক নাটক ‘অকর্মা’। অভিনয়ে নিলয়, হিমি, মাসুম বাশার, আরফান আহমেদ। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ‘ট্রাক ড্রাইভার’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক ‘আমার কোনো গার্লফ্রেন্ড নাই’। অভিনয়ে জাহের আলভী, মায়সা প্রাপ্তি, ডা. এজাজ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘ভাগ্যবিবি’। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, শশী, আ খ ম হাসান, শামীম জামান।

বাংলাভিশন
সকাল ১০টা ১০ মিনিটে ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইলা মাইয়া’। অভিনয়ে শাকিব খান, বুবলী। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘তাসের ঘর’। অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি। বিকেল ৫টায় থ্রিলার ধারাবাহিক ‘ননসেন্স’। অভিনয়ে ইন্তেখাব দিনার, আইশা খান, মিলি বাশার, জাকিয়া বারী মম। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘টিম আফ্রিকা’। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘মানি মার্চেন্ট’। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘চার কুতুব’। অভিনয়ে চাষী আলম, পাভেল, মুসাফির বাচ্চু, শামীমা নাজনীন। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘বালক বালিকা’। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি। রাত ১০টা ৪০ মিনিটে নাটক ‘হিটার’। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি।

আরও পড়ুন

দীপ্ত টিভি
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। বিকেল ৪টায় তুর্কি সিনেমা ‘আ ইউনিক লাইফ’। বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘শুধু একবার বলো’। অভিনয়ে মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বী। রাত ৮টায় একক নাটক ‘আর একজন’। অভিনয়ে শাওন, নীলাঞ্জনা নীলা। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘কথা হবে হিসাব করে’। রাত ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘অভিনয় নয়’। অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা।