জনপ্রিয় ৫ নাটকে কেন অভিনয়ই করতে চাননি মোশাররফ করিম

মোশাররফ করিম
ছবি: সংগৃহীত

গাজীপুর জেলার শুটিং গ্রাম নামে পরিচিত পুবাইলের ভাদুন গ্রাম। সেই গ্রামেই কথা হচ্ছিল অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে। গ্রামে শেষের দিকে একটি মাটির ঘরে শুটিং চলছিল ‘যমজ’ নাটকের। বেশ আগের সেই দিনে ‘যমজ’ নাটকের চেনা বাবার অংশের শুটিং চলছিল। শুটিংয়ের প্রয়োজনে লাগানো দাঁড়ি–গোঁফে এ যেন অন্য এক মোশাররফ করিম। এর মধ্যে বেশ গরম পড়েছিল। শুটিংয়ের বিরতিতে কথা হলো নাটকটি নিয়ে। চরিত্র নিয়ে অভিনয়শিল্পী হিসেবে পরিশ্রমের কথা শুনতে চেয়েছিলাম। এতটাই পরিশ্রম যে তখন এই অভিনেতা জানালেন জনপ্রিয় ‘যমজ’ নাটকটি নাকি শুরুতেই করতেই চাননি।

প্রাসঙ্গিক কথা সেরে পরে এই অভিনেতার সঙ্গে কথা হয় ‘ক্যারাম’ নাটক নিয়ে। জনপ্রিয় নাটকটিতে কি অভিনয় করতে চেয়েছিলেন? মোশাররফ করিম জানিয়েছিলেন, এ নাটকেও শুরুতে অভিনয় করার কথা ছিল না। এবার মাথায় এল, জনপ্রিয় আর কী নাটক তিনি শুরুতে অভিনয় করতে চাননি, প্রশ্ন করে বসি। এই ‘একাব্বর’ চরিত্রের অভিনেতা কিছুটা সময় নিলেন। আর মনে করতে পারলেন না। এই অভিনেতার জনপ্রিয় নাটকগুলোর নাম দ্রুত মনে করার চেষ্টা করলাম।

মোশাররফ করিম
ছবি : প্রথম আলো

এবার সামনে এল ‘সেই রকম চা খোর’ নাটকের কথা। কিছুটা ভেবে মোশাররফ করিম বললেন, ‘হ্যাঁ, এই নাটকটিও করতে চাইনি।’ পরে একে একে ‘ছাইয়া ছাইয়া’, ‘সিকান্দার বক্স’ নাটকের কথা উঠে এল। শুরুতে এই নাটকগুলোও তিনি করতে চাননি। কিন্তু কেন এই নাটকগুলোতে অভিনয় করতে চাননি এই দাপুটে অভিনেতা? সেটা দেখে নিতে পারেন। এ ঘটনাগুলো এর আগে প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। আজ মোশাররফ করিমের জন্মদিনে কেন নাটকগুলো করতে চাননি, সেটা ভক্তদের জন্য পুনরায় প্রকাশিত হলো।

ক্যারাম নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিম

ক্যারাম
মোশাররফ করিম অভিনীত জনপ্রিয় একটি নাটক ‘ক্যারাম’। নাটকটি টেলিভিশন চ্যানেলে প্রচারের পরই বিভিন্ন মহলের প্রশংসা কুড়ায়। এর পরপরই আলোচনায় চলে আসেন এই অভিনেতা। নাটকটি নির্মাণ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। কিন্তু মোশাররফ করিমের অভিনয়জীবনে মাইলফলক হয়ে থাকা নাটকটিতে প্রস্তাব পাওয়ার পরও নাকি তিনি অভিনয় করতে চাননি। এ সম্পর্কে মোশাররফ বলেন, ‘ক্যারাম নাটকে যখন অভিনয়ের প্রস্তাব আসে, তখন আমার অন্য একটি নাটকের শুটিংয়ে থাইল্যান্ডে যাওয়ার কথা। প্রথমবার দেশের বাইরে গিয়ে শুটিং করব, সে সময় সেটাই আমার কাছে অনেক বড় কিছু ছিল। তাই ক্যারামে অভিনয়ের ইচ্ছা ছিল না। পরে আমার স্ত্রী জুঁই বলল, “তুমি ক্যারাম নাটকটি করো। নাটকটি ভালো হবে।” তারপরই মত পরিবর্তন করি। পরের ঘটনা তো সবারই জানা।’ পরে অবশ্য থাইল্যান্ডের নাটকটি করেছিলেন।

‘ছাইয়া ছাইয়া’ নাটকে সহঅভিনেতার সঙ্গে মোশাররফ করিম। ছবি: ফেসবুক

ছাইয়া ছাইয়া
মোশাররফ করিম এই নাটকে একজন হিজড়ার চরিত্রে অভিনয় করেন। এটি পরিচালনা করেছিলেন ইফতেখার আহমেদ ফাহমি। নাটকটি প্রচারের পরপরই সাড়া ফেলে দর্শকদের মধ্যে। কিন্তু অভিনেতা মোশাররফের অভিনয়জীবনের সবচেয়ে অপছন্দের নাটক এই ‘ছাইয়া ছাইয়া’। তিনি প্রথম থেকেই এই নাটকে অভিনয় করতে চাননি। কারণ, হিসেবে এই অভিনেতা বলেন, ‘নাটকটি এখনো আমার অপছন্দের। হিজড়াদের নিয়ে রসিকতা করার ব্যাপারটা আমার ভালো লাগেনি। অন্য সব দেশে হিজড়াদের যতটা সম্মান দেওয়া হয়, আমাদের এখানে তারা ততটাই উপেক্ষিত। আগেই পরিচালককে বলেছিলাম, এ নাটকটি না করলে কি কোনো ক্ষতি হবে? পরিচালক বলেছিলেন, হ্যাঁ হবে। তাই নাটকটি করি। প্রচারের অনেক পর নির্মাতা ফাহমিও বলেছিলেন নাটকটি তৈরি করা আসলেই ঠিক হয়নি।’

সিকান্দার বক্স এখন পাগলপ্রায় নাটকের দৃশ্যে মোশাররফ করিম ও শখ

সিকান্দার বক্স
‘সিকান্দার বক্স’ চরিত্রটি মোশাররফ করিমের জনপ্রিয় কয়েকটি চরিত্রের একটি। এর প্রায় সব কটি সিরিজই পেয়েছে কাঙ্ক্ষিত দর্শকসাড়া। এর পর্বগুলো প্রচারের পরপরই নাটকের কিছু সংলাপ দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। সিকান্দার বক্স সিরিজের নাটকগুলো পরিচালনা করেছেন সাগর জাহান। কিন্তু শুরুতে এ চরিত্রেও মোশাররফ করিম অভিনয় করতে চাননি। তাঁর ভাষায়, ‘নাটকটির নাম শুনেই প্রথমে আমার কাছে কেমন যেন একটা নকল নকল গন্ধ লাগে। নাটকটিতে অভিনয় করার কোনো ইচ্ছাই ছিল না আমার। কিন্তু নির্মাতা আমাকে চাইছিলেন। পরে নির্মাতাকে বলি নাটকের নাম পরিবর্তন করতে। কারণ, কোনো নির্দিষ্ট মানুষের নামের নাটকের নাম হবে, বিষয়টি আমার পছন্দ নয়। নাটকের নাম পরিবর্তনের সাপেক্ষে আমি অভিনয়ে রাজি হই। কিন্তু প্রচারের পর জানতে পারি, চ্যানেল থেকে নাটকটির নাম সিকান্দার বক্সই রেখেছে।’

সেই রকম চা খোর নাটকের পোস্টার

সেই রকম চা খোর
একজন ব্যক্তির চা পানের আসক্তি নিয়েই এই নাটকের গল্প। নাটকে মোশাররফ করিমের অভিনয় বেশ সাড়া ফেলে প্রচারের পর। কিন্তু ‘সেই রকম চা খোর’ নিয়ে মোশাররফ করিমের মন্তব্য হলো, ‘প্রথমে যখন এই নাটকের গল্প শুনি, তখন মনে হয়েছে এ ধরনের গল্পের কোনো মানে নেই! গল্পে নৈতিকতার কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, কোনো বিশেষ বার্তা নেই। পরে আমাকে চিত্রনাট্য দেখতে দেওয়া হলো। চিত্রনাট্য পড়ে মনে হলো, খুব গভীরে না গিয়ে বরং একজন চায়ে আসক্ত মানুষ চা পানের জন্য কী করতে পারে, সেটাই মুখ্য। ভিন্ন ধরনের কাজ তো হতেই পারে। তাই পরে রাজি হই।’

ভীষণ জনপ্রিয় নাটক যমজ এর দৃশ্যে মোশাররফ করিম
ছবি: সংগৃহীত

যমজ
‘যমজ’ নাটকে মোশাররফ করিমকে একই সঙ্গে বাবা ও যমজ ভাই—তিনটি চরিত্রে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে। নাটকটি প্রথম রচনা করেন অনিমেষ আইচ। একই নাটকে তিনটি আলাদা চরিত্রে মোশাররফকে দেখে দর্শক বেশ বিনোদিত হয়েছিলেন। কিন্তু মোশাররফ নিজেই শুরুতে যমজ নাটকে অভিনয় করতে চাননি। কারণ, এর আগে তিন চরিত্রে তাঁকে দেখা যায়নি। একটা নাটকের জন্য যে সময় পাওয়া যায়, তাতে এত অল্প সময়ে এই চরিত্র তুলে ধরা সম্ভব নয়। দর্শক চরিত্রটি না–ও গ্রহণ করতে পারেন। মোশাররফ করিম বলেন, ‘তখন প্রচণ্ড গরমের সময়। একটি চরিত্রে দাঁড়ি লাগাতে হবে, গরমে দাঁড়ি লাগালে প্রচুর অস্বস্তি লাগে। তা ছাড়া আমি ভয়ই পেয়েছিলাম একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয়ের কথা শুনে। আমার কাছে মনে হয়েছিল একসঙ্গে তিনটি চরিত্র ফুটিয়ে তোলা খুবই কষ্টের। তাই যমজ নাটকটি আমি করতে চাইনি।’