সাগরপাড়ে তানজিন তিশার ছবিগুলো কে তুলে দিয়েছে?

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে এ মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান তানজিন তিশা। এই দলে আরও ছিলেন মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ ও পরিচালক আদনান আল রাজীব এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। কয়েক দিন আগে তাঁদের সবাইকে দল বেঁধে নিউইয়র্কের রাস্তায় ঘোরাঘুরির স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে। মঙ্গলবার গভীর রাতে তানজিন তিশার পোস্ট করা কয়েকটি স্থিরচিত্রের চেকইনে জানা গেল, তিনি এখন আছেন মেক্সিকোতে। তবে সঙ্গে দেখা যায়নি মেহজাবীন ও তাসনিয়া ফরিণদের
১ / ৭
চারটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ‘হেই মাই লাভ’। তবে স্থিরচিত্র কে তুলে দিয়েছেন, সে ব্যাপারে কিছুই জানাননি। এমনকি এসব স্থিরচিত্র কোনো নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
২ / ৭
খোঁজ নিয়ে জানা গেছে, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড আয়োজন শেষে তানজিন তিশারা নিজেদের মতো করে ঘুরতে বেরিয়ে পড়েন। তারই অংশ হিসেবে মেক্সিকোর কানকুন শহরে ঘুরতে যান। কানকুন মেক্সিকোর ক্যারিবীয় সাগর উপকূলের একটি শহরের নাম
ছবি : ফেসবুক
৩ / ৭
ঘোরাঘুরি করতে পছন্দ করেন তানজিন তিশা। মাসখানেক আগেও তিনি ঘুরতে গিয়েছিলেন ভারতের কাশ্মীর। সে সময় কাশ্মীরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরির স্থিরচিত্র নিজের ফেসবুকে প্রকাশ করেছিলেন
ছবি : ফেসবুক
৪ / ৭
কয়েক দিন আগেই কাশ্মীর গিয়েছিলেন তিশা। সেসব ছবি নেটিজেনদের প্রচুর প্রতিক্রিয়া পেয়েছিল। ২০১৮ সালেও ভারতের লাদাখ গিয়েছিলেন, একটি গানের ভিডিওতে অভিনয়ের জন্য। তবে মেক্সিকোর কানকুনে কার সঙ্গে গিয়েছেন, তা জানা যায়নি
ছবি : ফেসবুক
৫ / ৭
ক্যারিবীয় সাগর উপকূলের শহর কানকুনে মনের আনন্দে ঘোরাঘুরি করছেন তানজিন তিশা
ছবি : ফেসবুক
৬ / ৭
কয়েক দিন আগেই কাশ্মীর গিয়েছিলেন তানজিন তিশা
ছবি : ফেসবুক
৭ / ৭
নিউইয়র্কের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেল লবিতে তানজিন তিশা। ঘোরাঘুরি শেষে ৩০ অক্টোবর তিশার ঢাকার পথে রওনা করার কথা রয়েছে
ছবি : ফেসবুক