তারকাদের মধ্যে সেরা করদাতা কারা?

তাহসান খান
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বছর সেরা করদাতাদের তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় দুটি শাখায় বিনোদন অঙ্গনের ছয় তারকার নাম রয়েছে। ‘গায়ক ও গায়িকা’ শাখায় সেরা করদাতা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। অভিনেতা ও অভিনেত্রী শাখায় সেরা করদাতারা হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়।

গত বছর ‘অভিনেতা ও অভিনেত্রী’ শাখায় সেরা করদাতা হয়েছিলেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা সাহা মিম ও বাবুল আহমেদ। সংগীতশিল্পীদের মধ্যে গায়ক ও গায়িকাদের মধ্যে সেরা হয়েছিলেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। এবারও তাঁরাই এই শাখায় সেরা হয়েছেন।

এসডি রুবেল
ছবি: সংগৃহীত

ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাঁদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তাঁর স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। থাকছে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।

কুমার বিশ্বজিৎ
ছবি: সংগৃহীত

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য সাংবাদিকসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর।

মাহফুজ আহমেদ
ছবি: সংগৃহীত

ব্যক্তিপর্যায়ে ট্যাক্স কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বিশেষ শ্রেণিতে পাঁচটি ক্যাটাগরি রয়েছে—সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ। আর আয়ের উৎস বা পেশার মধ্যে ক্যাটাগরি ১৩টি—ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা ও অভিনেত্রী, শিল্পী (গায়ক ও গায়িকা) এবং অন্যান্য। জানা যায়, এবার সব মিলিয়ে বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৫ জন করদাতাকে কর কার্ড দিচ্ছে এনবিআর। পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানও এ সম্মাননা পাচ্ছে। ২০২০-২১ কর বছরের জন্য কর কার্ড দেওয়া হচ্ছে।

অভিনেত্রী মেহজাবীন
ছবি: সংগৃহীত

২০২০-২১ অর্থবছরের (২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত) দেওয়া করের ভিত্তিতে এ বছরের সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর। আজ বুধবার বিভিন্ন শ্রেণিতে এ বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে কতৃপক্ষ।

অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়
ছবি: সংগৃহীত