এই অভিজ্ঞতা ভোলার না...

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৪
অভিনয়ের পাশাপাশি ওমর সানী পরিবারের সদস্যদের সঙ্গেই বেশি সময় কাটান। ছেলের সঙ্গে ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কিছুদিন আগের ছবি, তুমি ভালো থাকলেই আমার হৃৎপিণ্ডটি ভালো থাকে, বাবা।’
ছবি: ফেসবুক
২ / ৪
পূর্ণিমা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমাকে দেখেই সেই রেস্টুরেন্টের পক্ষ থেকে আমার অভিনীত কয়েকটি গান প্লে করে। আমার এই অনুভূতি বলে বোঝাতে পারব না।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন
৩ / ৪
দুই প্রজন্মের দুই অভিনয়শিল্পী। গুণী অভিনেত্রী ডলি জহুরের সঙ্গে খুব একটা অভিনয় করা হয়নি নাটকের অভিনেতা আ খ ম হাসানের। পছন্দের অভিনেত্রীর সঙ্গে ছবিটি পোস্ট করে আ খ ম হাসান লিখেছেন, ‘সম্মান জানাই আপনাকে...’
ছবি: ফেসবুক
৪ / ৪
‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গান গাওয়ার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গায়িকা আতিয়া আনিসা। তিনি সেই পুরস্কার গ্রহণের ছবি পোস্ট করে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, “খুব ভালো, সুন্দর গেয়েছ গানটা, এইভাবে ভবিষ্যতেও ভালো কোরো।” আমার জীবনের স্বপ্নটা পূরণ হয়েছে। এই অভিজ্ঞতা ভোলার না, এখনো মনে হয় আমি স্বপ্ন দেখছি।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন