জন্মদিনে শিশু–কিশোরদের ভালোবাসায় আপ্লুত ফরিদুর রেজা সাগর

বুধবার সন্ধ্যার বাংলাদেশ শিশু একাডেমি চত্বর। মূল ভবনের প্রবেশমুখ পেরিয়ে দেখা মিলল শতাধিক শিশু–কিশোরের কলকাকলিতে চত্বর মুখর। কারও হাতে ফুল। কারও প্ল্যাকার্ড। একটি গাড়ি এসে থামে সেখানে। গাড়ি থেকে নামলেন ফরিদুর রেজা সাগর। সঙ্গে ছিলেন নারী উদ্যোক্তা স্ত্রী কণা রেজাও। এ সময় দুই পাশে দাঁড়িয়ে থাকা শিশু–কিশোরেরা সমস্বরে শুভ জন্মদিন বলতে থাকে। বুঝতে বাকি রইল না, গণমাধ্যম ব্যক্তিত্ব ও কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই অপেক্ষা করছিল শিশু–কিশোরেরা।

ফরিদুর রেজা সাগরের জন্মদিনে সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার শিশু কিশোরেরা গান গেয়ে শুভেচ্ছা জানান

গাড়ি থেকে নেমে স্ত্রী ও নাতনিকে নিয়ে এগিয়ে যান ফরিদুর রেজা সাগর। দুই পাশের শিশু–কিশোরেরা জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফুল ছিটাতে থাকে। একপর্যায়ে শিশু–কিশোরেরা ঘিরে ধরে তাঁকে। সামনে এগিয়ে আসেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, নন্দিত অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শব্দ প্রকৌশলী–সংগীত পরিচালক আজম বাবুসহ অনেকে। জন্মদিনের বিকেলটা শিশু একাডেমি চত্বরে শিশু–কিশোরদের সঙ্গে কাটিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। শিশুদের এমন ভালোবাসা তাঁকে আপ্লুত করেছে। অ্যানিমেশন প্রোডাকশন হাউস ‘আইটুন’–এর উদ্যোগে শিশু একাডেমির মূল মিলনায়তন ও চত্বরে ফরিদুর রেজা সাগরের জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়।

গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে শিশু একাডেমী মিলনায়তনে বিভিন্ন বয়সীরা উপস্থিত হন

আজ সোমবার একুশে পদকপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন। ১৯৫৫ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। মা রাবেয়া খাতুন কথাসাহিত্যিক এবং বাবা ফজলুল হক দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ও সিনেমা পত্রিকার সম্পাদক। শৈশব থেকেই ফরিদুর রেজা সাগরের সখ্য গণমাধ্যমের সঙ্গে। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। জন্মদিন উপলক্ষে তাই ‘আইটুন’ শিশু একাডেমিতে ফরিদুর রেজা সাগরের লেখা বাইয়ের প্রদর্শনী হয়। এ ছাড়া ছিল তাঁর লেখা মঞ্চনাটক ‘পদ্মা মেঘনা যমুনা’–এর মঞ্চায়ন।

ফরিদুর রেজা সাগর
ছবি: অন্য আলো

আইটুনের প্রধান নির্বাহী ও পরিচালক রিপন নাগ জানালেন, স্বাধীন দেশের গণমাধ্যম, শিশুসাহিত্য, চলচ্চিত্র, নাটক, গানসহ বিভিন্ন ক্ষেত্রে ফরিদুর রেজা সাগরের অবদান অনেক। জীবনের শুরুতে শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করা এই মানুষটি বড় হয়ে শিশুদের জন্য লেখালেখি করে গেছেন। তাই তাঁর এবারের জন্মদিন ঘিরে আমরা শিশু–কিশোরদের নিয়ে আয়োজন করার চেষ্টা করেছি। পরিবার নিয়ে তিনি এসেছেন। শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন। শিশুদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে গেছেন। এতে আমাদের আয়োজন সার্থকতা পেয়েছে।

নারী উদ্যোক্তা স্ত্রী কণা রেজার সঙ্গে গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর

শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তাঁর খ্যাতি প্রায় তিন দশকের বেশি সময় ধরে। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। টিভি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি তাঁর লেখা বেশ কিছু নাটকও টেলিভিশনে প্রচারিত হয়েছে। প্রায় সারা জীবনই তিনি চলচ্চিত্র ও টেলিভিশনের সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে লেখালেখিতে সম্পৃক্ত রেখেছেন।

স্ত্রী, বড় মেয়ের পরিবার ও মা রাবেয়া খাতুনের সঙ্গে কয়েক বছর আগে ফরিদুর রেজা সাগর

ফরিদুর রেজা সাগর মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে একুশে পদক পেয়েছেন ২০১৬ সালে। শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। এ প্রযোজকের প্রযোজিত চলচ্চিত্রগুলো শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজনার জন্য ৯ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন ক্যাটাগরিতে এ–যাবৎ ২০০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। মেরিল–প্রথম আলো পুরস্কারে এ পর্যন্ত সাতবার শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে পুরস্কৃত হয়েছেন।

শতাধিক গ্রন্থের লেখক ফরিদুর রেজা সাগরের লেখা ‘ছোট কাকু সিরিজ’ ছোট-বড় সবার কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে। এ পর্যন্ত ৩০টির বেশি ‘ছোটকাকু’ সিরিজের বই প্রকাশিত হয়েছে। বড়দের জন্যও লিখেছেন নানা ধরনের বই।  ফরিদুর রেজা সাগরের বাবা ফজলুল হক এ দেশের চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। মা রাবেয়া খাতুন দেশের প্রথিতযশা কথাসাহিত্যিক। ফরিদুর রেজা সাগর বাংলা একাডেমির একজন ফেলো, মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা সদস্য। ছোটবেলা থেকে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, চাঁদের হাট এবং বর্তমানে বিভিন্ন শিশু সংগঠন ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। এসব সংগঠনের তিনি চ্যারিটি মেম্বার। তাঁর স্ত্রী কণা রেজা। দুই কন্যা মেঘনা ও মোহনা। একজন চিকিৎসক। অন্যজন স্থপতি।