উপস্থাপক খুঁজে বের করবেন তাঁরা

অভিনয়, সংগীত, নৃত্য ও আবৃত্তি নিয়ে নানা ধরনের রিয়েলিটি শোর আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এসব আয়োজন থেকে উঠে আসা প্রতিযোগীদের অনেকে এরই মধ্যে প্রতিটি ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। সে ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে উপস্থাপক খোঁজার রিয়েলিটি শো। ‘আলো ছড়াবে উপস্থাপনায়’ শিরোনামের আয়োজনটি প্রচারিত হবে এনটিভিতে।

ফেরদৌস বাপ্পী ও ফারহানা নিশো
ছবি : আয়োজকদের সৌজন্যে

এ আয়োজনে উপস্থাপক খুঁজে বের করার প্রধান কাজটি করবেন দেশের জনপ্রিয় দুই উপস্থাপক ফেরদৌস বাপ্পী ও ফারহানা নিশো। দুজনই উপস্থাপনায় দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন।

ফারহানা নিশো প্রথম আলোকে বলেন, ‘দেশে প্রথমবারের মতো এমন আয়োজন আমরাই করছি; সে ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জ আছে। তবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে রিয়েলিটি শোর জগতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করি। আমি নিজেও উপস্থাপক। সুতরাং এটা আমার জন্য অনেক আনন্দের। আর আমার নিজের প্রথম অডিশন ও কাজ এনটিভিতেই ছিল। তাই আলাদা দায়িত্ববোধ কাজ করছে।’

ফেরদৌস বাপ্পী

ফেরদৌস বাপ্পী বলেন, ‘দেশে এখন অনেক প্ল্যাটফর্ম, তাই কাজের সুযোগ অনেক বেশি। অনেক অনেক অনুষ্ঠান হচ্ছে, তাই উপস্থাপকের প্রয়োজনও বেশি। আবার এত প্রতিযোগিতার মধ্যে ভালো করার জন্য দক্ষতা অর্জন করতে হবে। জানতে হবে নিজের কাজ সম্পর্কে। আশা করছি, কাজটি ভালো হবে।’

উপস্থাপনার এই রিয়েলিটি শোতে অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের দুই মিনিট উপস্থাপনা–সংক্রান্ত ভিডিও পাঠাতে হবে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএসসি পাস ১৮ থেকে ৩০ বছর বয়সী যে কেউ যেকোনো বিষয়ের ওপর ৩০ অক্টোবরের মধ্যে ভিডিওটি [email protected]–এ পাঠাতে পারবেন।

ফারহানা নিশো l ছবি: প্রথম আলো

এ আয়োজনের প্রতি পর্বে একজন তারকা অতিথি বিচারকও থাকবেন। এই রিয়েলিটি শোর পরিচালক কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা করবেন তাবাসসুম প্রিয়াংকা। অডিশন রাউন্ড ছাড়া ১৩ পর্বে এ আয়োজন শেষ হবে।