‘গুলবাহার’ হয়ে ধরা দিলেন আরোহী মিম

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘গুলবাহার’। মাস দুয়েক আগে প্রকাশিত হয়েছে গানটি। নানা বয়সী শ্রোতা-দর্শক ‘গুলবাহার’-এ মজেছেন। অনেকেই আবার গানটি দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ট্রেন্ডে এবার ছবি ও ভিডিও পোস্ট করেছেন তরুণ অভিনেত্রী আরোহী মিম।

১ / ৭
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে ১৩টি ছবি পোস্ট করে আরোহী মিম ক্যাপশনে লিখেছেন ‘গুলবাহার’, সঙ্গে জুড়ে দিয়েছেন ফুলের ইমোজি।
ছবি: ফেসবুক
২ / ৭
গানটির গুলবাহার চরিত্রের মতোই পুরান ঢাকার অলিতে-গলিতে দেখা গেছে আরোহী মিমকে।
ছবি: ফেসবুক
৩ / ৭
ফেসবুকের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘অসম্ভব সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন গুলবাহার চরিত্রে দারুণ মানিয়েছে।
ছবি: ফেসবুক
৪ / ৭
গানটি লিখেছেন ও সুর করেছেন ঈশান মজুমদার। যৌথভাবে শুভেন্দু দাসের সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। গানটি প্রযোজনা ও সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস। গত ১৭ মে গানটি প্রকাশিত হয়েছে। তবে সপ্তাহখানেক টিকটক, রিলসে গানটি ছড়িয়ে পড়েছে।
ছবি: ফেসবুক
৫ / ৭
হোসনে আরা গুলবাহার নামের পেছনে বিশেষ কোনো কারণ না থাকলেও এই নামটাই প্রথম মাথায় এসেছে ঈশান মজুমদারের। পাশাপাশি পুরান ঢাকার সঙ্গে নামটা মানানসই হয়েছে।
ছবি: ফেসবুক
৬ / ৭
গানের ভিডিও চিত্রে গুলবাহারের ফেস দেখাননি নির্মাতারা। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে ঈশান মজুমদার জানিয়েছিলেন ফেস না দেখানোর কারণে গুলবাহার হতে অনেকেই তেমন আগ্রহ দেখায়নি। গুলবাহারের ফেস না দেখানোর সিদ্ধান্তে তাঁরাও অটল ছিলেন।
ছবি: ফেসবুক
৭ / ৭
ইতিমধ্যে গানটি পেরিয়েছে এক কোটি ইউটিউব ভিউ। মন্তব্যে জমা হয়েছে পাঁচ হাজারের বেশি।
ছবি: ফেসবুক