‘গুলবাহার’ হয়ে ধরা দিলেন আরোহী মিম
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘গুলবাহার’। মাস দুয়েক আগে প্রকাশিত হয়েছে গানটি। নানা বয়সী শ্রোতা-দর্শক ‘গুলবাহার’-এ মজেছেন। অনেকেই আবার গানটি দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ট্রেন্ডে এবার ছবি ও ভিডিও পোস্ট করেছেন তরুণ অভিনেত্রী আরোহী মিম।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭