অভাবে পড়ে অন্য পথে মোর্শেদ

টিভি নাটকে অভিনয় করে তৃপ্ত নন মোর্শেদ।ছবি: সংগৃহীত

টিভি নাটকে অভিনয় তো অনেক হলো। কখনো বাউন্ডুলে, কখনো খুনি, কখনো ইভটিজারসহ নানা চরিত্রে দেখা গেছে ম ম মোর্শেদকে। খুব উচ্চকিত না হলেও তাঁর চরিত্রগুলো মানুষ পছন্দ করেন। ঘরের বাইরে বের হলেই সেটা টের পান, ছবি তোলার জন্য যখন তাঁকে ঘিরে ধরেন অচেনা লোকেরা। কিন্তু দুঃখ একটাই, অভিনয় করে আয় হয় সামান্যই। তাই অন্য পথে হাঁটবেন বলে ঠিক করেছেন মোর্শেদ।
টিভি নাটকে অভিনয় করে তৃপ্ত নন মোর্শেদ। অথচ নির্মাতারা এখনো তাঁকে ডাকেন। তাঁর ভাষায়, ‘এখনো অনেক নির্মাতা কাজের জন্য ফোন করেন। কিন্তু তাঁদের সেসব চরিত্রে অভিনয়ে জায়গা কম থাকে। প্রতিটা নাটকেই দু–তিনটি গল্পের সঙ্গে প্রায় সম্পর্কহীন, গুরুত্বহীন চরিত্র থাকে। সে রকম কিছু চরিত্রে কাজ করে শেষ পর্যন্ত তেমন লাভ হয় না। অভিনয়ের জন্য অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সেই অর্থে পারিশ্রমিকও অনেকে কম। সবকিছু মিলিয়ে মনে হয়েছে, অভিনেতা একজন তৃতীয় শ্রেণির মানুষ। অভাবে পড়ে এখন অন্য পথে হাঁটতে বাধ্য হচ্ছি।’

‘মেয়েটা’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও ম ম মোর্শেদ
ছবি: সংগৃহীত

‘হাউসফুল’, ‘এফএনএফ’, ‘রেডিও চকলেট’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছিলেন মোর্শেদ। এবার তিনি নিজেই পরিচালনা করবেন টিভি নাটক। কেবল মনের মতো চরিত্র না পাওয়া বা অর্থনৈতিক সংকট নয়, আরও বেশ কিছু কারণে নাটক নির্মাণ করবেন মোর্শেদ। অভিনয় থেকে নির্মাণে আসা প্রসঙ্গে তিনি জানান, ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় বেশ কিছুদিন ধরে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন। এতে আর্থিকভাবেও সংকটে পড়েছেন তিনি। এত দিনে এসে মনে হয়েছে, পরিণত বয়সে এ দেশের অভিনেতাদের চেয়ে নির্মাতাদের শক্তি বেশি। তিনি বলেন, ‘আমার লাখ লাখ টাকা, বাড়ি–গাড়ি দরকার নেই। চেয়েছিলাম কেবল পছন্দের চরিত্র, যা করে খেয়ে–পরে বেঁচে থাকতে পারলেই খুশি। সেই আশায় অপেক্ষা করেও কোনো লাভ হয়নি।’
সৃজনশীল কাজের সঙ্গে আগে থেকেই জড়িত ছিলেন মোর্শেদ। গল্প লেখা, নির্মাণের ওপর বিভিন্ন সময় নিয়েছেন প্রশিক্ষণ। যখন মনে হলো অভাব কাটিয়ে ওঠা দরকার, তখন নিজে গল্প লিখে নাটক নির্মাণ শুরু করলেন। আর এখন থেকে নিয়মিত নাটক বানাবেন তিনি। সেখানে নিজের পছন্দের চরিত্রে অভিনয়ও করতে চান। কেবল হাসিঠাট্টা নয়, গল্পের মধ্য দিয়ে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

অভিনেতা ম ম মোর্শেদ
ছবি: সংগৃহীত

মোর্শেদের নাটকের নাম ‘মেয়েটা’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। অভিনয় ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস শুরু করেন নাটকের প্রধান চরিত্রের অভিনয়শিল্পী। গ্রামের মানুষের ভালোবাসা, আগ্রহ, সহযোগিতা নিয়েই বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প। মোর্শেদ বলেন, ‘অভিনয় ও নারীর প্রতি আমাদের সমাজের চিরাচরিত দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যাবে এই নাটকে।’ এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মোর্শেদকে।
সম্প্রতি শেষ হয়েছে নাটকের দৃশ্যধারণ। সম্পাদনা করছেন তিনি নিজেই। নিয়মিত নাটক বানাবেন বলে সম্পাদনাটাও নিজেই শিখেছেন। নাটকের নির্মাণকাজে তাঁকে সহযোগিতা করেছেন দুই ছেলে পৃথ্বী ও রাজ্য। এই অভিনেতা বলেন, ‘আমার ছেলে রাজ্যের কাছ থেকে সম্পাদনা শিখেছি। বড় ছেলে লাইট–ক্যামেরার কাজে সহযোগিতা করেছে।’ জানিয়ে রাখলেন, চিত্রনাট্য লেখার কাজেও সন্তানদের পরামর্শ নেন তিনি।
বরিশালের বড় আমবাগানের একটি স্কুলে পড়াশোনা করতেন মোর্শেদ। স্কুল থেকে ফেরার পথে প্রায়ই দেখতেন থিয়েটারকর্মীদের নাটকের অনুশীলন। একসময় নিজেই যুক্ত হন সেই দলে। পরে গান, আবৃত্তি, নাচ ও নির্মাণের প্রশিক্ষণ নেন। ১৯৯১ সাল থেকে বিটিভিতে অভিনয় শুরু করেন তিনি।

নিয়মিত নাটক বানাবেন বলে সম্পাদনাটাও নিজেই শিখেছেন তিনি
ছবি: সংগৃহীত