অভিনয়ের পাশাপাশি যে সিনেমার গানও গাইবেন মিথিলা

মিথিলাছবি: প্রথম আলো

অভিনয়ের পর সিনেমায় এবার গানও গাইবেন রাফিয়াত রশিদ মিথিলা। ‘জলে জ্বলে তারা’ সিনেমায় প্রথমবারের মতো গান গাইবেন এই তারকা। ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে তিনি নিজেই উপস্থাপিকা দিলারা হানিফ পূর্ণিমাকে গোপন খবরটি দিয়েছেন।

পূর্ণিমার সঙ্গে আলাপের একপর্যায়ে গানের প্রসঙ্গ আসতেই কিছুটা লজ্জা পেলেন মিথিলা। জানান, অরুণ (চৌধুরী)দা আমাকে একটা গান গাইতে বলেছে। সিনেমাটিতে রোমান্টিক ডুয়েট একটা গান আছে। খুব সুন্দর একটা গান। আমি দাদাকে বলেছি, আমি তো গানটা ওইভাবে গাই না। এখন অনুশীলনও করি না। আমি প্রথমে গানটা গেয়ে দেখব, আমার গলায় কেমন শোনায়, যদি শুনে দেখি ভালো শোনাচ্ছে, তাহলে সিনেমার জন্য গাইব। আর যদি শুনে মনে হয় খুব খারাপ হয়েছে, তাহলে অন্য কেউ গাইবে।’

মিথিলার এ কথা শুনেই পূর্ণিমার অনুরোধ, ‘সেখানে তো পরে গাইবে, এখন দর্শকদের একটু গেয়ে শোনাও।’ গিটার ছাড়া গাইতে পারি না, মিথিলার এই অনুযোগও টিকল না, তাঁকে একটা গিটার দেওয়া হলো। গিটার কোলে নিয়ে মিথিলা এবার গেয়ে শোনালেন ডোরিস ডে–র সেই বিখ্যাত গান ‘কে সেরা সেরা’।

‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে মিথিলা ও পূর্ণিমা
ছবি: প্রথম আলো

গান শেষে পূর্ণিমার উদ্দেশে মিথিলা বলেন, ‘আজকের তোমার অতিথি হিসেবে সৃজিত (মুখার্জি) থাকলেই ভালো হতো।’ পূর্ণিমাও কম যান না, ‘সামনাসামনি হলেই ভালো হতো, একটা ছবি চেয়ে নিতাম। পরবর্তী সিনেমায় বউকে না নিলে যেন আমাকে নেয়, এমন আবদার করতাম।’
মুম্বাইয়ে সৃজিত মুখার্জির সিনেমা ‘শাবাশ মিঠু’র শুটিং চলার সময় সেখানে গিয়েছিলেন মিথিলা। মুম্বাইয়ের অভিজ্ঞতা জানতে চাইলে মিথিলা বলেন ‘আমি অবশ্য শুটিং দেখতে মুম্বাই যাইনি। আমি গিয়েছিলাম সৃজিতের কাছে। “শাবাশ মিঠু”র শুটিংয়ের সময় আমি কলকাতাতেই ছিলাম।

ঢাকা থেকে কলকাতা গিয়েও আমাদের একসঙ্গে থাকা হচ্ছিল না, সে কারণেই আমি আর আমার মেয়ে আয়রা মুম্বাইয়ে গিয়েছিলাম। শুটিংয়ে আমি এক দিনই গিয়েছিলাম। বেশির ভাগ সময় আমরা হোটেলেই ছিলাম। আয়রার অনলাইনে ক্লাস ছিল, আমার হোম অফিস। তাই সেখানের শুটিংয়ের অভিজ্ঞতা আমার নেই বললেই চলে।’

রাফিয়াত রশিদ মিথিলা

শুটিংয়ে কারও সঙ্গে দেখা হয়েছে? এই প্রশ্নের জবাবে মিথিলা জানান, ‘মুম্বাই থাকতে এক দিন গায়ক সনু নিগমের বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। সৃজিতের সিনেমায় সনু নিগম আগে গেয়েছিল, সামনেও গাইবে। সৃজিতের সঙ্গে সনু নিগমের ভালো সম্পর্ক। আর সনু নিগমের বউ মধুরিমাদি তো কলকাতার মেয়ে। তাই আমরা ওদের দাওয়াতে গিয়েছিলাম। এ ছাড়া বেশির ভাগ সময়েই সৃজিত শুটিং নিয়ে আর আমি আমার অফিস নিয়ে ব্যস্ত ছিলাম।’

‘বড় মঞ্চের তারকা’য় দিলারা হানিফ পূর্ণিমা
ছবি: প্রথম আলো

দেশের সীমানা পেরিয়ে ভিনদেশে নিজেদের দ্যুতি ছড়িয়েছেন বা ছড়াচ্ছেন বাংলাদেশের যেসব তারকা, তাঁদের নিয়েই ‘প্রথম আলো’র আয়োজন ‘বড় মঞ্চের তারকা’। হাতিল নিবেদিত এ অনুষ্ঠান ‘প্রথম আলো’র অনলাইন, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিলারা হানিফ পূর্ণিমা। এ অনুষ্ঠানেই সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন মিথিলা। তাঁদের আলাপচারিতায় জানা গেল, এই প্রথম দুজনের কোনো অনুষ্ঠানে দেখা।