আ ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চু
আইয়ুব বাচ্চু

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে নিয়ে বিশেষ আয়োজন করছে চ্যানেল আই। অনুষ্ঠানের নাম ‘আ ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’। অনুষ্ঠানে তাঁর সুর করা, গাওয়া নির্বাচিত কয়েকটি গান গাইবেন তপন চৌধুরী, নকিব খান ও এস আই টুটুল। তপন চৌধুরী গাইবেন সোলসের ‘চাঁদ এসে উঁকি’, নকিব খান গাইবেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ আর এস আই টুটুল ‘শেষ চিঠি কেন এমন চিঠি হয়’ গানটি শোনাবেন। অনুষ্ঠান শেষ হবে সমবেত কণ্ঠে ‘বাংলাদেশ’ গানটি দিয়ে।

এ ছাড়াও আইয়ুব বাচ্চুর সুর করা এবং গাওয়া ‘ফেরারি এ মনটা আমার’ গানটির ইন্সট্রুমেন্টাল বাজাবেন বেহালাশিল্পী সুনীল চন্দ্র দাস ও ফোয়াদ নাসের বাবু। গানের ফাঁকে ফাঁকে থাকবে বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এস আই টুটুল। পরিচালনা করবেন আ কা রেজা গালিব। প্রচারিত হবে ৭ নভেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে।

গত ১৮ অক্টোবর সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৫৬ বছর বয়সে এই ব্যান্ড তারকা মারা যান।