আজ ‘বিশ্বসুন্দরী’র টিভি প্রিমিয়ার

‘বিশ্বসুন্দরী’একটি দৃশ্যে সিয়াম ও পরীমনিছবি: সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেডের সৌজন্যে

১০ পেরিয়ে আজ ১১ বছরে পা দিল মাছরাঙা টেলিভিশন। বিশেষ এই দিনে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথমবারের মতো টিভিতে প্রচার হবে বিশ্বসুন্দরী। পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রটি আগামীকাল শনিবার একই সময়ে দ্বিতীয়বারের মতো প্রচারিত হবে। চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পরীমনি ও সিয়াম আহমেদ।

‘বিশ্বসুন্দরী’র একটি দৃশ্যে পরীমনি ও সিয়াম। ছবি: সংগৃহীত

ছবিটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু জানিয়েছেন, ছবিটির সম্প্রচার সহযোগী যেহেতু মাছরাঙা টেলিভিশন, তাই মাছরাঙার পর্দাতেই টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। পরবর্তীকালে অন্য টিভি চ্যানেলেও প্রচারিত হবে।

‘বিশ্বসুন্দরী’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২০ সালের ১১ ডিসেম্বর মুক্তি পায় বিশ্বসুন্দরী। চলচ্চিত্রটি টানা ১৬ সপ্তাহ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল।

কনা ও ইমরানের গাওয়া ছবির ‘তুই কি আমার হবি রে’ গানটি বেশ আলোচিত হয়। রুম্মান রশীদ খানের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে বিশ্বসুন্দরী ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর।

চয়নিকা চৌধুরী

ছবির চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান বলেন, ‘“বিশ্বসুন্দরী” প্রেমের গল্প, মানবতার গল্প, দেশের গল্প। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মনের, মননের, সেটিই এ ছবির মূল প্লট। আমরা অনেক সময় মানুষকে বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিচার করি।’

‘বিশ্বসুন্দরী’একটি দৃশ্যে সিয়াম ও পরীমনি। ছবি: সংগৃহীত