আবার চলচ্চিত্রে আজিজুল হাকিম

আজিজুল হাকিম
ছবি: প্রথম আলো

ক্যারিয়ারে পঞ্চমবারের মতো চলচ্চিত্রে নাম লেখালেন অভিনেতা আজিজুল হাকিম। অনুদানের সিনেমা ‘গলুই’তে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। আজিজুল হাকিমকে তাঁর বাবার চরিত্রে দেখা যাবে।

শৈশবে মায়ের কোলে বসে বাংলা সিনেমা দেখতেন অভিনেতা আজিজুল হাকিম। তখনই স্বপ্ন দেখতেন একদিন চলচ্চিত্রে অভিনয় করবেন। সেই লক্ষ্যেই ঢাকায় এসে থিয়েটারে যোগ দেন। অভিনয় শিখে একসময় শুরু করেন অভিনয়। টেলিভিশনে ব্যস্ততার কারণে চলচ্চিত্রে অভিনয় করতে পারেননি।

শৈশবে মায়ের কোলে বসে বাংলা সিনেমা দেখতেন অভিনেতা আজিজুল হাকিম
ছবি: ফেসবুক

তিনি বলেন, ‘তখন আমার ক্যারিয়ারের পিক টাইম। আমি নিয়মিত কাজ করছি। এই সময়ে অনেক মূল ধারার সিনেমায় প্রস্তাব পেয়েছি। কিন্তু একটা দোটানায় থাকতাম। একসঙ্গে দুইটা হয় না। কারণ, সিনেমায় গেলে নাটকের ক্যারিয়ার মাইনাস হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তা ছাড়া মূল ধারার ছবির ব্যাপারে আমার অনাগ্রহ ছিল। কিন্তু ট্র্যাকের বাইরের কিছু সিনেমায় অভিনয় করেছি। আর চলচ্চিত্র অভিনেতা হব, সেটাই ভাবিনি। আমি নাটকের অভিনেতা।’

নির্মাতা এস এ হক অলিক ও আজিজুল হাকিম
ছবি: ফেসবুক

চলচ্চিত্রে অভিনয় নিয়ে কোনো আফসোস আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘নাই। কারণ, আমার কাছে অভিনয় ছিল তৃষ্ণার মতো। আমি তো নিয়মিত অভিনয় করে সেটা পূরণ করে গেছি। নিয়মিত ভালো গল্প, চরিত্রে অভিনয় করেছি। অভিনয় করে আনন্দ পাচ্ছিলাম। আমরা যারা ছিলাম—আফসানা মিমি, শমী কায়সার, বিপাশা সবাই টেলিভিশনেই অভিনয়ের চেষ্টা করেছি। আর আমি অভিনয়কে পেশা হিসেবে নিব, এটাই ভাবিনি। তখন অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। সেই জায়গায় ক্যারিয়ারের যা করেছি, এতেই আমি খুশি।’

তিনি সর্বশেষ অনুদানের ‘পুত্র’ সিনেমায় অভিনয় করেছিলেন।
ছবি: ফেসবুক

আজিজুল হাকিম বলেন, ‘আমি শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করলেও আমাদের পর্দায় দেখা হচ্ছে না। কারণ, আমার সঙ্গে শাকিবের শৈশবের ঘটনাগুলো পর্দায় দেখা যাবে। এর আগে “শঙ্খনীল কারাগার”, “পদ্মা নদীর মাঝি”, “পুত্র” সিনেমাগুলোতে অভিনয় করে ভালো লেগেছে। আশা করছি, এটাও দর্শকদের পছন্দ হবে।’ এই অভিনেতা বর্তমানে ‘গোলমাল’, ‘বকুলপুর’, ‘দেনা পাওনা’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন। তিনি সর্বশেষ অনুদানের ‘পুত্র’ সিনেমায় অভিনয় করেছিলেন।

‘গলুই’ সিনেমাটি পরিচালনা করবেন এস এ হক অলিক। এই সময়ে এসেও এক তরুণ নৌকাবাইচের ঐতিহ্য টিকিয়ে রাখতে চান। এই নিয়েই এগিয়ে যায় সিনেমার গল্প।