আবার বাড়ছে দেশি চ্যানেলে বিদেশি ধারাবাহিক

আজ থেকে নাগরিক টিভিতে প্রচারিত হবে বাংলায় ডাবিং করা বিদেশি ধারাবাহিক সম্রাট জাহাঙ্গীর: নূরজাহান ও জাহাঙ্গীরের অমর প্রেমকাহিনি
আজ থেকে নাগরিক টিভিতে প্রচারিত হবে বাংলায় ডাবিং করা বিদেশি ধারাবাহিক সম্রাট জাহাঙ্গীর: নূরজাহান ও জাহাঙ্গীরের অমর প্রেমকাহিনি

আজ (৩ নভেম্বর) থেকে নাগরিক টিভিতে শুরু হচ্ছে মোগল সম্রাট জাহাঙ্গীরের জীবনী নিয়ে নির্মিত ভারতীয় ধারাবাহিক। হিন্দি থেকে বাংলায় ডাবিং করে প্রচারিত হবে এটি। ‘সম্রাট জাহাঙ্গীর: নূরজাহান’ ও ‘জাহাঙ্গীরের অমর প্রেমকাহিনি’ নামের এই ধারাবাহিকটি প্রচার শুরুর আগে গত বৃহস্পতিবার আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। নতুন ধারাবাহিকটি নিয়ে নাগরিক টিভির অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘দর্শকের চাহিদার কথা চিন্তা করেই বিদেশি ধারাবাহিক আনা হয়েছে। আর বেছে নেওয়া হয়েছে এই উপমহাদেশের সবার পরিচিত সম্রাট জাহাঙ্গীরের কাহিনিটাই। দর্শকেরা ধারাবাহিকটা পছন্দ করবেন বলে আশা করছি।’

কামরুজ্জামান বলেন, সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রচারিত হবে ধারাবাহিকটি।

গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে নতুন আরও একটি বিদেশি ধারাবাহিক প্রচারের ঘোষণা দেয় দীপ্ত টিভি। সুলতান সুলেমান নামে একটি বিদেশি ধারাবাহিক প্রচার করে দর্শকসাড়া পেয়েছিল চ্যানেলটি। এরপর সুলতান সুলেমান: কোসেম প্রচার শুরু হয় চ্যানেলটিতে। সেটিও শেষ হয়ে যাচ্ছে এই মাসের মাঝামাঝিতে। তারপরই শুরু হচ্ছে এইজেল নামের আরেকটি বিদেশি ধারাবাহিক। চ্যানেলটির প্রধান নির্বাহী কাজী উরফি আহমেদ বলেন, নতুন এই ধারাবাহিকটি থ্রিলার ঘরানার। এত দিন ইতিহাসনির্ভর ধারাবাহিক দেখেছেন দর্শকেরা। এবার নতুন ধরনের একটা স্বাদ পাবেন। এক সহজ–সরল ছেলে ঘটনার পরিক্রমায় কীভাবে রহস্যময় জুয়াড়ি হয়ে উঠল, সে গল্প নিয়ে নির্মিত হয়েছে তুরস্কের ধারাবাহিকটি।

এদিকে সম্প্রতি এটিএন বাংলায় শুরু হয়েছে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক জান্নাত। রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে। কোরীয় জনপ্রিয় ধারাবাহিক টিয়ার্স অব হ্যাভেন-এর কাহিনি অবলম্বনে জান্নাত পরিচালনা করেছেন তুর্কি নির্মাতা সাদুল্লাহ জেলেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ধারাবাহিকটি প্রচারিত হয়েছে তুরস্কের শীর্ষস্থানীয় চ্যানেল এটিভিতে।

সুলতান সুলেমান: কোসেম–এর পর এইজেল নামের ধারাবাহিক প্রচার শুরু করেছে দীপ্ত টিভি
সুলতান সুলেমান: কোসেম–এর পর এইজেল নামের ধারাবাহিক প্রচার শুরু করেছে দীপ্ত টিভি

নতুন এই ধারাবাহিক নিয়ে এটিএন বাংলার প্রধান উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজিশ আলী খান বলেন, ‘বিদেশি ধারাবাহিক প্রচারের ব্যাপারে আমাদের একটু অনাগ্রহ ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ও বাণিজ্যিক কারণে প্রচার করতে হচ্ছে। জান্নাত প্রচারের পর থেকে দর্শকসহ সবার কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।’

তবে গত বছর বিদেশি ভাষায় ডাব করা ধারাবাহিকগুলো বন্ধে আন্দোলন করেছিল ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ডিরেক্টরস গিল্ডের সাবেক সভাপতি ও এফটিপিওর সদস্যসচিব গাজী রাকায়েত বলেন, ‘আমরা একটা নীতিমালা তৈরি করে সরকারকে দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক, সেটা এখনো বাস্তবায়িত হয়নি। মাত্র ডিরেক্টরস গিল্ডের নির্বাচন হয়েছে। নির্বাচিত কমিটিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।’

টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি ও নাট্যকার মাসুম রেজা বলেন, ‘আমাদের দাবি ছিল টেলিভিশনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমাদের প্রধান দাবি, বিদেশি সিরিয়াল বন্ধ করা নয়, সরকারি নিয়ম মেনে যেন আনা হয়, তা দেখতে বলেছিলাম। ওই সময় নীতিমালা তৈরির জন্য কমিটিও করা হয়েছিল। কিন্তু দুঃখজনক, সেটা বাস্তবায়িত হয়নি।’