আবারও দুঃসংবাদ, এবার করোনায় আক্রান্ত কাদের

অভিনেতা আবদুল কাদেরের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে
ছবি: সংগৃহীত

ক্যানসার আক্রান্ত অভিনেতা আবদুল কাদেরের জন্য আরেকটি দুঃসংবাদ। কোভিট ১৯ পজিটিভ শনাক্ত হয়েছে তাঁর। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। অভিনেতার চিকিৎসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে তাঁর পরিবার।

১৫ ডিসেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে এই অভিনেতার ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থা ভালো না থাকায় সেখানকার চিকিৎসকেরা তাঁকে কেমোথেরাপি দিতে পারেননি। গতকাল রোববার সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার পরীক্ষায় আজ তাঁর করোনা শনাক্ত হয়। আজ সোমবার সকালে আবদুল কাদেরের করোনার নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা। সন্ধ্যায় চিকিৎসকেরা কাদেরের পরিবারকে জানান, কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি জানার পর ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

অভিনেতা আবদুল কাদের
সংগৃহীত

গতকাল থেকে অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখে কিছুটা স্বস্তি পেয়েছিলেন তাঁরা। অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জানান, তাঁরা ভেবেছিলেন, তাঁর শ্বশুর একটু একটু করে ভালো হয়ে উঠবেন। কিন্তু করোনা ধরা পড়ায় তাঁদের দুশ্চিন্তা অনেক বেড়ে গেছে। মুঠোফোনে প্রথম আলোকে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আগে বাবাকে সবাই মিলে যত্ন নিতে পারতাম। এখন বাবা শারীরিকভাবে দুর্বল। কীভাবে কোন চিকিৎসা হবে, বুঝতে পারছি না। একদিকে বাবার শরীরে রক্ত কমছে। বাবার জন্য সবাইকে দোয়া করতে বলবেন।’ গতকাল পর্যন্ত তিনি করোনা নেগেটিভ ছিলেন। সকাল থেকেও এই অভিনেতার শরীর ভালো ছিল। হঠাৎ করোনা পজিটিভ হওয়ায় অভিনেতা কাদেরের পরিবারের সদস্যরা চিকিৎসকদের অনুরোধ করেছেন, নমুনা নিয়ে আবারও যেন তাঁর পরীক্ষা করানো হয়।

অভিনেতা আবদুল কাদের
ছবি: প্রথম আলো

উন্নত চিকিৎসার জন্য ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয় আবদুল কাদেরকে। সেখানকার হাসপাতালের পরীক্ষায় তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা সংকটাপন্ন, ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। তিনি সংক্রমণের চতুর্থ স্তরে পৌঁছে গেছেন। শারীরিক দুর্বলতার কারণে তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে না।
আবদুল কাদের নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র—তিন মাধ্যমেই জনপ্রিয়। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন কাদের।