ঈদে কোন নাটক বেশি দেখলেন দর্শক

প্রযোজক ও বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের হিসাব বলছে, এই ঈদে তিন শতাধিক নাটক প্রচারিত হয়েছে। টেলিভিশনে প্রচারের পর এসব নাটক ইউটিউবে আপলোড করা হয়েছে। এর মধ্যে কোন নাটকগুলো দর্শক বেশি দেখছেন, ট্রেন্ডিংয়েই–বা আছে কোন কোন নাটক?

বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিং তালিকায় থাকা ২০ কনটেন্টের ১৬টিই ঈদে প্রচারিত নাটককোলাজ : আমিনুল ইসলাম

ইউটিউব ট্রেন্ডিং নাটকের মান নির্ণায়ক, এটা মানতে নারাজ ট্রেন্ডিংয়ে থাকা নাটকের বেশির ভাগ পরিচালক ও অভিনয়শিল্পী। তবে এটা দেখে বোঝা যায়, কোন ধরনের নাটকে দর্শকের আগ্রহ। এটাকে উপেক্ষা করারও কিছুই নেই। ট্রেন্ডিং মূলত ইউটিউবের দর্শকের আগ্রহের ভিত্তিতে হয়ে থাকে। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অঞ্চলে ইউটিউবে প্রচারিত কনটেন্টের দেখা এবং খোঁজার হারের ওপর ভিত্তি করে ট্রেন্ডিং করা হয়ে থাকে।

‘প্লাস ফোর পয়েন্ট ফাইভ’ নাটকের শুটিংয়ে মেহজাবীন ও আফরান নিশোকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক শিহাব শাহীন
ছবি : সংগৃহীত

ট্রেন্ডিং কখনো কয়েক ঘণ্টায় বদলে যায়, আবার কখনো এক–দুই কিংবা তিন, এমনকি সপ্তাহ পর্যন্ত থাকে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিং তালিকায় থাকা ২০ কনটেন্টের ১৬টিই ঈদে প্রচারিত নাটক। তার মধ্যে ১ নম্বরে আছে ‘প্লাস ফোর পয়েন্ট ফাইভ’। নাটকটি এরই মধ্যে ১৫ লাখ ৭০ হাজারের বেশি ভিউ হয়েছে।

ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা শীর্ষ ২০ নাটকের মধ্যে রয়েছে কাজল আরেফিন অমির ‘আপন’
ছবি : সংগৃহীত

‘প্লাস ফোর পয়েন্ট ফাইভ’–এ কী আছে যে ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে আছে? প্রশ্ন শুনে হেসে ফেলেন নাটকের পরিচালক শিহাব শাহীন, ‘শুনছি তিন দিন ধরেই নাটকটা ১ নম্বরে আছে। অনেক সিরিয়াস নাটকের ভিড়ে এটা হালকা মেজাজের। হাই পাওয়ারের চশমা পরা একটা মেয়ের কমপ্লেক্স নিয়ে গল্প। মজা আছে, বার্তাও আছে। তাই হয়তো দর্শকের আগ্রহ।’ ইউটিউবে মন্তব্যের ঘরে কয়েক হাজার দর্শক তাঁদের মতামত দিয়েছেন। কলকাতা থেকে শরৎ সাহা নামের একজন লিখেছেন, ‘এত ভালো, এত সুন্দর নাটক এখানেও বানাতে পারে না। আমি বাংলাদেশের নাটকের বড় ভক্ত।’

‘মায়ের ডাক’ নাটকের শুটিংয়ের ফাঁকে পরিচালক মাবরুর রশি বান্নাহর সঙ্গে সঙ্গে অভিনয়শিল্পী ও কলাকুশলীরা
ছবি : সংগৃহীত

ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা শীর্ষ ২০ নাটকের মধ্যে কাজল আরেফিন অমির দুটি নাটক রয়েছে: ‘আপন’ ও ‘অদ–ভূত’। অমির মতে, ‘যখনই আমরা কোনো সিরিয়াস ইস্যু নিয়ে নাটক বা অন্য কিছু বানাই, উপস্থাপনটাও অনেক সিরিয়াস করে ফেলি। অনেক ক্ষেত্রে দর্শক এতে আগ্রহ হারিয়ে ফেলেন। শুরু থেকেই আমি সিরিয়াস ইস্যু, সিরিয়াস কথা হালকাভাবে বলার চেষ্টা করে আসছি। দর্শকেরা যেন আনন্দের মধ্য দিয়ে বার্তাটা পান।’ নাটকটিতে সাড়ে ১২ হাজারের বেশি মন্তব্য এসেছে।

‘মন দরিয়া’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও ফারিণ
ছবি : সংগৃহীত

নোমান নামের একজন লিখেছেন, ‘আমার বাবা জীবিত আছেন, তারপরও নাটকের শেষ দৃশ্য দেখে কান্না করে দিছি।’ ‘অদ-ভূত’ প্রসঙ্গে অমি জানালেন, ‘আমরা হরর ধাঁচের নাটক দেখেছি। কিন্তু আমি এবার হররের সঙ্গে কমেডির ব্লেন্ড করেছি। বিষয়টা চ্যালেঞ্জিং ছিল, তবে শেষ পর্যন্ত উতরে গেছি। দর্শক দেখে নিজেদের একাত্ম করতে পেরেছেন বলেই ট্রেন্ডিংয়ে এসেছে।’

‘প্লাস ফোর পয়েন্ট ফাইভ’–ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে আছে
ছবি : সংগৃহীত

ফেসবুকে নাটক ও টেলিভিশনে বিভিন্ন গ্রুপে মাবরুর রশিদ বান্নাহর ‘মায়ের ডাক’ নাটকটি প্রশংসা কুড়াচ্ছে। মা ও তিন ছেলের গল্প। এই নাটকের শেষ দৃশ্য অনেককে কাঁদিয়েছে, ইউটিউবের মন্তব্যের ঘরে এমনটাই বলেছেন অনেকে। ইউটিউবে আপলোডের পর নাটকটি মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। ট্রেন্ডিংয়ে নাটকটি আছে ৯ নম্বরে। বান্নাহ বললেন, ‘আমি আসলে ভিউ দেখছি না। সবার মন্তব্য পড়ছি। ফোনে এসএমএস পাচ্ছি। এটাকে আমি ভালোবাসা বলছি। রোমান্টিক-কমেডির যুগে পারিবারিক নাটকের আবেদনটা তুলে ধরেছি। সবাই তাই রিলেটও করতে পারছেন। পারিবারিক গল্পের নাটকের জয় হয়তো এভাবেই হয়।’

‘মায়ের ডাক’ নাটকের অভিনয়শিল্পী দিলারা জামানকে ঘিরে আছেন এই নাটকের অন্য অভিনয়শিল্পীরা
ছবি : সংগৃহীত

জাহিদুল হাসান নামের একজন লিখেছেন, ‘আমি এখনো কাঁদছি, কারণ বাবা-মাকে ছাড়া আমি দেশের বাইরে থাকি। যদিও আমরা সকাল এবং সন্ধ্যার শুরু হয় বাবা-মায়ের সঙ্গে কথা বলে।’ বান্নাহর ‘দ্য টিচার’ নামের আরেকটি নাটক রয়েছে ট্রেন্ডিংয়ে ৬ নম্বরে।

‘পুনর্জন্ম’ নাটকের দৃশ্যে শাহেদ আলী ও মেহজাবীন চৌধুরী
ছবি : সংগৃহীত

শীর্ষ ২০ ট্রেন্ডিংয়ে ভিকি জাহেদের তিনটি নাটক আছে। ‘চিরকাল আজ’, ‘দ্বিতীয় সূচনা’ ও ‘পুনর্জন্ম’। ভিকি জাহেদ জানালেন, ‘পুনর্জন্মর মাধ্যমে ডার্ক থ্রিলার গল্প বলতে চেয়েছি। যেন টানটান উত্তেজনা থাকে। কাজটি টুইস্টে ভরপুর ছিল। দর্শক ভাবতে পারেননি শেষে কী হতে যাচ্ছে। তাই সাড়া মিলছে খুব।’

‘মাই নেম ইজ ফকির’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি
ছবি : সংগৃহীত

মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা শীর্ষ ১৬ নাটকের নাম ও ভিউসংখ্যা


‘প্লাস ফোর পয়েন্ট ফাইভ’ ১৬ লাখ ৫৮ হাজার
‘আপন’ ২৭ লাখ ৫১ হাজার
মাই নেম ইজ ফকির ১১ লাখ ৫৫ হাজার
দ্য টিচার ৭ লাখ ৪১
মন দরিয়া ১৮ লাখ ৭৪ হাজার
অদ-ভূত ২০ লাখ ৫১ হাজার
মায়ের ডাক ১৪ লাখ ৮ হাজার
চিরকাল আজ ১২ লাখ ৩৮ হাজার
পুনর্জন্ম ৬ লাখ ১০ হাজার
গরুর মাংস ২ ১৯ লাখ ৬৪ হাজার
নানা বাড়ি ১৩ লাখ ৬৯ হাজার
হাঁটা জামাই ১১ লাখ ৬৭ হাজার
২১ বছর পরে ৭ লাখ ২ হাজার
ক্রাইসিস ৪ লাখ ৭ হাজার
দ্বিতীয় সূচনা ৬ লাখ ৫ হাজার
কসাই গ্যাং ১২ লাখ ১২ হাজার