ঈদের চতুর্থ দিনে কী থাকছে টেলিভিশনে–পর্ব ১

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। চাঁদরাত থেকেই ঈদ উদ্‌যাপন শুরু হয়ে যায় চ্যানেলগুলোতে। কী থাকছে ঈদের চতুর্থ দিনে, তা নিয়ে থাকল ছোট্ট আয়োজন।
‘পিলিয়ার’ নাটকের দৃশ্য
সংগৃহীত

এটিএন বাংলা
সকাল ৯টায় নাটক ‘গনি সাহেবের শেষ কিছুদিন’। রচনা হুমায়ূন আহমেদ, পরিচালনায় মাহফুজ আহমেদ। সকাল ১০টা ২০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ঢাকাইয়া মাস্তান’। পরিচালনায় মনতাজুর রহমান আকবর। অভিনয়ে মান্না, মৌসুমী, রাজ্জাক, ডিপজল প্রমুখ। বেলা ১টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘আর্ট অব ডান্স’। পরিচালনায় সাইফুল ইসলাম। বেলা ২টা ৪৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। পরিচালনায় সাফি উদ্দিন সাফি। অভিনয়ে শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ, দিতি। বিকেল ৫টা ৫০ মিনিটে চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘টুইংকেল টুইংকেল সুপারস্টার’। পরিচালনায় রুমানা আফরোজ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সেলিব্রেটি গেইম শো ‘দ্য বক্স’। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দৌড়ের উপর’। রচনায় পারভেজ ইমাম, পরিচালনায় সোহেল তালুকদার। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া, আ খ ম হাসান, সামিনা বাশার, মাহমুদুল ইসলাম, ওবিদ রেহান, শফিক খান, আশরাফ কবীর প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘পিলিয়ার’। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা শামীম জামান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তানজিকা, আরফান, শাহনাজ খুশি, শামীম জামান, বৃন্দাবন দাস প্রমুখ। রাত ১০টা ৩০ মিনিটে সামিয়া জাহানের একক সংগীতানুষ্ঠান ‘বুঝতে পারো কি’। রাত ১১টা ৩০ মিনিটে বিশেষ টেলিছবি ‘আগন্তুক’। পরিচালনায় দেবব্রত রনি।

একুশে টিভি
সকাল ৯টা ২০ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘চাচ্চু আমার চাচ্চু’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা, দীঘি, ডিপজল প্রমুখ। দুপুর ১২টা ১০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘প্রিয় গান’, ব্যান্ড অবসকিউর। বেলা ১টা ১০ মিনিটে সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘নীলের বউ রাশি’। অভিনয়ে জাহিদ হাসান, মেহরিন নিশা, ভাবনা, সারিকা, নাদিয়া, বন্যা মির্জা, তারিন, সাদিয়া ইসলাম মৌ প্রমুখ। বেলা ২টা ৩০ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘দ্য স্পিড’। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা, আলমগীর, দিতি, মিশা প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত পর্বের বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানচিলের গান’; উপস্থাপনা মারিয়া কিসপোটা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘থ্রি ব্যাচেলর’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, মনিরা মিঠু প্রমুখ। রাত ৮টায় ঈদের একক নাটক ‘ভিতরে বাহিরে’। অভিনয়ে তানজিন তিশা, ইরফান সাজ্জাদ প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে বিশেষ টেলিছবি ‘মরণোত্তম’। অভিনয়ে মামুনুর রশীদ, ইমতিয়াজ বর্ষণ, মাহিমা। রাত ১১টা ২০ মিনিটে বিশেষ একক নাটক ‘সেকেন্ড চান্স’। অভিনয়ে শামীম হাসান সরকার, নাদীয়া মীম প্রমুখ।

চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে বাংলা সিনেমা ‘অলাতচক্র’। পরিচালনায় হাবিবুর রহমান। অভিনয়ে জয়া আহসান, আহমেদ রুবেল, আবুল কালাম আজাদ, নুসরাত জাহান প্রমুখ। বেলা ২টা ৩০ মিনিটে টেলিছবি ‘হিরার আংটি’। রচনা রাজিবুল ইসলাম, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশাররফ করিম, সাবাবা শ্রেয়সী, জুনায়েদ বাগদাদি, আইরিন আফরোজ প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিছবি ‘এক কথার মানুষ’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম। অভিনয়ে রিয়াজ, শবনম ফারিয়া প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কক্সবাজারে কাকাতুয়া’ (পুনঃপ্রচার)। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন আফজাল হোসেন। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘আফ্রিকান বউ’। রচনা জিয়াউদ্দিন, পরিচালনায় এম আই জুয়েল। অভিনয়ে তানজিন তিশা, জোভান প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘অকাজের কাজি’। রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয়ে সাফা কবির, তৌসিফ প্রমুখ।

‘শেফালির প্রেমিকেরা’ নাটকের দৃশ্য
সংগৃহীত

এনটিভি
সকাল ৯টায় নাটক ‘সে ভালোবেসেছিল’। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ। সকাল ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি ‘মাটির ঠিকানা’। পরিচালনা শাহ আলম কিরণ। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা, সাকিবা, আলমগীর, দিতি, আলীরাজ, শিবা শানু প্রমুখ। বেলা ২টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেমে পড়েছি’। পরিচালনায় শাহাদাত হোসেন লিটন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা, আলীরাজ, বুলবুল আহমেদ, মিশা সওদাগর প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’–এর চতুর্থ পর্ব। উপস্থাপনায় নুসরাত ইমরোজ তিশা। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘শেফালির প্রেমিকেরা’ নাটকের চতুর্থ পর্ব। রচনা কাজী শাহিদুল ইসলাম। পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল প্রমুখ। রাত ৮টায় নাটক ‘লক্ষ্মীটেরা বউ’। রচনা ও পরিচালনায় শ্রাবণী ফেরদৌস। অভিনয়ে জাহিদ হাসান, নীলাঞ্জনা নীলা, রুম্পা, সবুজ রহমান প্রমুখ।

‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’ নাটকের দৃশ্য
সংগৃহীত

রাত ৯টায় ধারাবাহিক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’ নাটকের চতুর্থ পর্ব। রচনা বৃন্দাবন দাস। পরিচালনায় দীপু হাজরা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘মেড ফর ইচ আদার’। রচনা ও পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে তাহসান খান, তাসনিয়া ফারিন প্রমুখ। বেলা ১১টা ৫ মিনিটে নাটক ‘বিজ্ঞাপন’। রচনা আশরাফুল চঞ্চল। পরিচালনায় সোহেল রানা। অভিনয়ে মোশাররফ করিম, হিমি প্রমুখ। রাত ১২টায় কিংবদন্তির গান। শিল্পী লাকী আখান্দ্‌। উপস্থাপনায় মৌসুমী মৌ। শিল্পী নন্দিতা ও সাব্বির।