ঈদের চতুর্থ দিনে কী থাকছে টেলিভিশনে–পর্ব ২

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। চাঁদরাত থেকেই ঈদ উদ্‌যাপন শুরু হয়ে যায় চ্যানেলগুলোতে। কী থাকছে ঈদের চতুর্থ দিনে, তা নিয়ে থাকল ছোট্ট আয়োজন।
‘একটুখানি’ নাটকের দৃশ্য
সংগৃহীত

বাংলাভিশন
সকাল ১০টা ৫ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘জান আমার জান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ১টা ৩০ মিনিটে ‘বাংলাভিশন ঈদ আয়োজন’। বেলা ২টা ১০ মিনিটে বিশেষ টেলিছবি ‘ছক’। রচনা ও পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে তাহসান, স্পর্শিয়া প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘লটারী’–এর চতুর্থ পর্ব। পরিচালনা জি এস চঞ্চল। অভিনয়ে মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, চাষী আলম, ম ম মোরশেদ, অনিক, নাবিলা ইসলাম প্রমুখ। বিকেল ৫টা ৫ মিনিটে নাটক ‘গোড়ায় গন্ডগোল’। পরিচালনায় রাহাত কবির। অভিনয়ে শামীম হাসান সরকার, সারিকা সাবাহ প্রমুখ। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হ-য-ব-র-ল’– এর চতুর্থ পর্ব। রচনা মাসুম শাহরিয়ার, পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে সালাহ্উদ্দিন লাভলু, তানিয়া আহমেদ, প্রভা, সাজু খাদেম, আরফান আহমেদ, মিশু সাব্বির, নাবিলা ইসলাম প্রমুখ।

৬টা ৪০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মিল ব্যারাক কল্যাণ সমিতি’–এর চতুর্থ পর্ব। রচনা কচি খন্দকার, পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, তাসনিয়া ফারিন, ফজলুর রহমান বাবু, নওশাবা, জুঁই করিম, ফারুক আহমেদ, মুকিত জাকারিয়া, কচি খন্দকার প্রমুখ।

'মিল ব্যারাক কল্যাণ সমিতি' নাটকের দৃশ্য
সংগৃহীত

রাত ৮টা ৪০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘বাঁশের চেয়ে কঞ্চি বড়’–এর চতুর্থ পর্ব। রচনা শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনায় মাহমুদুল হাসান রানা। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, উর্মিলা, আইরিন তানি প্রমুখ। রাত ৯টা ৫ মিনিটে নাটক ‘ব্যাক ফায়ার’। পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে জোভান, তানজিন তিশা প্রমুখ। রাত ৯টা ৫৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হঠাৎ বাদশাহ’–এর চতুর্থ পর্ব। রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, শামীমা নাজনীন, মুকিত জাকারিয়া, ডা. এজাজ প্রমুখ। রাত ১১ টায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘আমি তোমার জন্য পাগল’–এর চতুর্থ পর্ব। রচনা কাজী শাহীদুল ইসলাম, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয়, আলমগীর, শ্যামল মাওলা, শশী/ মৌসুমী, প্রাণ রায় প্রমুখ। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক ‘একটুখানি’। অভিনয়ে তাহসান, তানজিন তিশা প্রমুখ।

আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘নায়ক’। অভিনয়ে মান্না, পূর্ণিমা, ববিতা প্রমুখ। বেলা ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘বিগ বস’। অভিনয়ে মান্না, মৌসুমী প্রমুখ। বিকেল ৫টা ১৫ মিনিটে বিশেষ লোকসংগীতের অনুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’। শিল্পী রাসেল, জেসি, মরন, সেতু, রিমি। বিকেল ৫টা ৪৫ মিনিটে একক নাটক ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’। পরিচালনায় আবু বক্কর। অভিনয়ে জোভান, শবনম ফারিয়া প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’। ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘কাপল অব দ্য সিটি’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে রাফিয়াথ রশীদ মিথিলা, ইরফান সাজ্জাদ। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘যমজ ১৪’। রচনা কচি খন্দকার, পরিচালনায় আজাদ কালাম। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা, রুমী প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘তালমিছরি না হাওয়াই মিঠাই ২’। পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া প্রমুখ।

রাত ১০টায় একক নাটক ‘দৌড়ের উপর ঔষধ নাই’। রচনা শফিকুর রহমান, পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, মনিরা মিঠু প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘রক্ত’। রচনা আফরিন জামান। পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া প্রমুখ। রাত ১১টা ৫৫ মিনিটে একক নাটক ‘তুমি পাশে থাকলে’। পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

টেলিছবি ‘মবিনের সংসার’

মাছরাঙা টিভি
সন্ধ্যা ৬টায় নাটক ‘দহন’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টেলিছবি ‘মবিনের সংসার’। অভিনয়ে জাহিদ হাসান, মিথিলা। রাত ৯টায় নাটক ‘সন্ধ্যা নামতে দেরি’। অভিনয়ে জোভান, সাফা কবির। রাত ১০টায় নাটক ‘ইহার চেয়ে উহাই উত্তম’। রাত ১১টা ৩০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়ের জেহাদ’। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা প্রমুখ।

বৈশাখী টিভি
বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অংশ নেবেন কণ্ঠশিল্পী সাব্বির ও লুইপা। বেলা ১টায় বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। বেলা ২টা ২০ মিনিটে বাংলা সিনেমা ‘বিশ্ব প্রেমিক’। অভিনয়ে রুবেল, মৌসুমী, ববি, হুমায়ুন ফরীদি প্রমুখ। পরিচালনায় শহীদুল ইসলাম খোকন।

সৌদি জামাই বিদায় রজনী’ নাটকের দৃশ্য
সংগৃহীত

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘সৌদি জামাই বিদায় রজনী’। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া আহমেদ, তারিক স্বপন, আবদুল্লাহ রানা, শিরিন আলম, ফারজানা রিক্তা, রাইসা রিয়া, হান্নান শেলী, শামীম প্রমুখ। রচনা সাজ্জাদ স্বপন, পরিচালনায় ফজলুল হক। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আমার বউ সেলিব্রেটি’। অভিনয়ে সিমলা, হাসান জাহাঙ্গীর, নিথর মাহবুব, ড্যানিরাজ প্রমুখ। রচনা ও পরিচালনায় হাসান জাহাঙ্গীর। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘কারাতে বউ চাই’। অভিনয়ে শিপন মিত্র, হুমায়রা সুবাহ, সানাই রাজ, সাগর সিদ্দিকী প্রমুখ। রচনা মির্জা রাকিব, পরিচালনায় সাদেক সিদ্দিকী।

রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘বুড়া জামাই-২’। অভিনয়ে জাহিদ হাসান, মীম মানতাশা, আরফান, সাজু খাদেম প্রমুখ। গল্প টিপু আলম, চিত্রনাট্য জাকির হোসেন, পরিচালনা হানিফ খান ও আহমেদ রোহান খান। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘শিয়াল বাড়ি-২’। অভিনয়ে মৌসুমী হামিদ, রাশেদ সীমান্ত, আমিরুল হক চৌধুরী, আরফান প্রমুখ। গল্প টিপু আলম, চিত্রনাট্য আহসান আলমগীর ও পরিচালনা আল হাজেন। রাত ১১টা ৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘সুন্দরী বাইদানি-২’। অভিনয়ে ঊর্মিলা শ্রাবন্তী কর, রওনক হাসান, জামিল, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, কাজী উজ্জল প্রমুখ। গল্প টিপু আলম, চিত্রনাট্য জাকির হোসেন, পরিচালনা ফরিদুল হাসান। ১১টা ৩৫ মিনিটে বাংলা সিনেমা ‘রাজধানী’। অভিনয়ে মান্না, সুমনা সোমা, আহমেদ শরীফ, মিশা প্রমুখ। পরিচালনা মোহাম্মদ হোসেন জেমী।