ঈদের চতুর্থ দিনে কী থাকছে টেলিভিশনে–পর্ব ৩

‘শ্রাবণে বৃষ্টির ঘনঘটা’ নাটকের দৃশ্য
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। চাঁদরাত থেকেই ঈদ উদ্‌যাপন শুরু হয়ে যায় চ্যানেলগুলোতে। কী থাকছে ঈদের চতুর্থ দিনে, তা নিয়ে থাকল ছোট্ট আয়োজন।

দেশ টিভি
বেলা ১১টায় সংগীতানুষ্ঠান ‘সুর আর গান’। শিল্পী সুজন আরিফ ও মৌটুসী। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘টপ লিডার’। অভিনয়ে শাকিব খান, নেহা প্রমুখ। সন্ধ্যা ৬টায় সংগীতানুষ্ঠান। শিল্পী রুনা লায়লা। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফান শো ‘প্রি-রীতি’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘শ্রাবণে বৃষ্টির ঘনঘটা’। রচনা সজল আহমেদ, পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, মম প্রমুখ। রাত ৯টা ৪৫ মিনিটে মিউজিক ফেস্ট। শিল্পী সালমা।

দীপ্ত টিভি
সকাল ৯টায় বাংলা সিনেমা ‘বলব কথা বাসর ঘরে’। পরিচালনায় শাহ মো. সংগ্রাম। অভিনয়ে শাকিব খান, শাবনূর প্রমুখ। দুপুর ১২টা ১০ মিনিটে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান’।

বেলা ১টায় সেলিব্রেটি ড্যান্স শো ‘সাত রঙের ছন্দে’। বেলা ১টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘কিস্তিমাত’। পরিচালনায় আশিকুর রহমান। অভিনয়ে আরেফিন শুভ, আঁচল, মিশা সওদাগর প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিছবি ‘লাবনী’। পরিচালনায় গোলাম হায়দার। অভিনয়ে মনোজ প্রামাণিক, টয়া, শাহাদাত। সন্ধ্যা ৬টায় তুর্কি ধারাবাহিক ‘ফেরিহা’। সন্ধ্যা ৭টায় বিশেষ একক নাটক ‘আমার মা সব জানে’। পরিচালনায় শহিদ উন নবী। অভিনয়ে শাওন, কেয়া পায়েল, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ। রাত ৮টায় একক নাটক ‘ল্যাম্পপোস্ট’। পরিচালনায় মাবরুর রশীদ বান্না। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল।

রাত ৯টায় তুর্কি ধারাবাহিক ‘ফেরিহা’। রাত ১০টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ম্যাঁও’।পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে মিথিলা।

রাত ১০টা ২০ মিনিটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শুট আউট’। পরিচালনায় শাফায়েত মানসুর রানা। অভিনয়ে মনোজ প্রামাণিক, তানজিকা, শাফায়েত প্রমুখ। রাত ১০টা ৪০মিনিটে সেলিব্রেটি গেম শো ‘দ্য বক্স’। উপস্থাপনায় নুসরাত ইমরোজ তিশা, আজকের পর্বের অতিথি বিদ্যা সিনহা মিম। রাত ১১টা ১০ মিনিটে একক নাটক ‘হ্যালো লেডিস’। পরিচালনায় মিফতা। অভিনয়ে তৌসিফ, সাফা কবির। রাত ১২টা ১০ মিনিটে একক নাটক ‘ফ্যাশন’। রচনা ও পরিচালনায় মহিদুল মহিম। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন চৌধুরী

দুরন্ত টিভি
সকাল ৯টায় পারিবারিক গেম শো ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব। অতিথি অভিনেতা শতাব্দী ওয়াদুদ ও তাঁর পরিবার। পরিচালনায় মো. তোফায়েল সরকার।

পারিবারিক গেম শো ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব

সকাল ১০টায় বাংলায় ভাষান্তরিত সিনেমা ‘অ্যান্টজ’। বেলা ৩টায় সিনেমা ‘শার্ক টেল’-এর বাংলায় টেলিভিশন প্রিমিয়ার। বিকেল ৫টা ৩০ মিনিটে পারিবারিক গেম শো ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব। বিকেলের পর্বের অতিথি সংগীতশিল্পী মিজান মাহমুদ রাজীব ও তাঁর পরিবার। রাত ১০টায় সিনেমা ‘ড. সুসস দ্য লোর‍্যাক্স’-এর বাংলা ভাষায় টেলিভিশন প্রিমিয়ার।