এখনই মা হওয়ার অগ্রিম খবরটি কাউকে দিতে চাইনি

অভিনেত্রী প্রসূন আজাদ
ছবি: সংগৃহীত

‘শুভকামনা।’
‘কী কারণে শুভ কামনা’—প্রশ্ন করে বসলেন লাক্স তারকা ও ছোট পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ
‘পত্রিকা ও অনলাইনের খবরে দেখলাম আপনি মা হচ্ছেন?’
‘কোন খবরে, আমি তো কাউকে কিছু বলিনি।’ বাক্যটি বলেই চুপ হয়ে গেলেন এই অভিনেত্রী। আজ মঙ্গলবার সকালে তাঁর সঙ্গে কথা হচ্ছিল। এ সময় প্রসূন বলেন, ‘এভাবে মা হওয়ার খবরটি কাউকে দিতে চাইনি। মা হচ্ছি সত্য। কিন্তু একদমই আর্লি স্টেজে রয়েছি। আমার কাছে কিছু জিজ্ঞেস না করে তারা কীভাবে এমন একটি খবর দিল জানি না। তবে সবার কাছে অনাগত সন্তানের জন্য দোয়া চাই।’

দীর্ঘদিনের বন্ধু ফারহান মালেক কে বিয়ে করেন প্রসূন
ছবি: সংগৃহীত

শারীরিক কিছু সমস্যা রয়েছে এই অভিনেত্রীর। যে কারণে চিকিৎসকদের কাছ থেকে এমনটাও শুনতে হয়েছে, শারীরিক সমস্যা ভালো না হলে তাঁর মা হওয়ার সম্ভাবনা কম। বিয়ের পর থেকে চিন্তিত ছিলেন। এ প্রসঙ্গে প্রসূন বলেন, ‘আমার থাইরয়েড সমস্যা রয়েছে। এখনো চিকিৎসাধীন। আগের চেয়ে এখনো বেশি ওষুধ সেবন করতে হয়। বলা যায়, সমস্যাটা নিয়ন্ত্রণের বাইরে। আমি প্রতিনিয়ত চিকিৎসা নিচ্ছি। এ জন্য আমি চাচ্ছিলাম, আর একটা মাস গেলে অনেকটাই নিরাপদ থাকতে পারতাম। তখন মা হওয়ার খবর নিজেই সবাইকে জানিয়ে দিতাম। এটা তো লুকানোর কিছু না। এখন তো আর বলার কিছু নেই। এখানে তো সবই ইজি। এখন সবার কাছে দোয়া চাই, আমার সন্তান যেন সুস্থভাবে জন্ম নেয়।’

‘পদ্মাপুরান’ ছবিতে প্রসূন আজাদ ও সাদিয়া মাহি। ছবি: সংগৃহীত

শারীরিক সমস্যার কারণে এর আগে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। বেশ কিছুদিন নিয়মিত হাসপাতালে যাওয়া–আসার মধ্যে থাকতে হয়েছে। সেখান থেকেই হয়তো কেউ খবরটি সংগ্রহ করেছেন। এই অভিনেত্রী বলেন, ‘মেয়েদের সাধারণত বেবি গর্ভে আসার পরে ওজন বাড়ে। আমার আগেই ৪০ কেজির মতো ওজন বাড়তি ছিল। ভাবিনি এত তাড়াতাড়ি আমি মা হতে পারব। আল্লাহর রহমতে খুশি। এখন নিয়মিত চিকিৎসকের পরামর্শে রয়েছি। সবকিছু ঠিক আছে। পুরো বিশ্রামে রয়েছি।’

গত বছর ৩০ জুলাই বিয়ে হয় প্রসূনের
ছবি: সংগৃহীত

গত বছর ৩০ জুলাই বিয়ে হয় প্রসূনের। তাঁর স্বামী দীর্ঘদিনের বন্ধু ফারহান মালেক। প্রসূন ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন। পরে হঠাৎ করেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ গত বছর তাঁর অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়।