এটা বলা ঠিক না, তারপরেও বলি

আশনা হাবিব ভাবনা
সংগৃহীত

ভাবনা অভিনীত শেষ ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’। ২০১৯ সালের শেষ দিকে এনটিভিতে প্রচারিত হয়েছিল নাটকটি। মাঝে এক বছর কোনো নতুন ধারাবাহিকে অভিনয় করেননি তিনি। সম্প্রতি ‘হিট’ নামের একটি নাটক দিয়ে ধারাবাহিকের কাজে ফিরেছেন এই অভিনেত্রী। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটিতে ঝুমুর চরিত্রে অভিনয় করছেন ভাবনা।

ভাবনা বলেন, ‘এটা বলা ঠিক না, তারপরেও বলি, বেশির ভাগ ধারাবাহিকের পরিচালকদের শেষ পর্যন্ত মনোযোগ থাকে না। আমি কেবল অর্থের জন্য কাজ করি না। আমার যেমন অর্থের দরকার আছে, তেমনি আবার কাজের যত্নটাও আমার কাছে জরুরি। কিন্তু সেই অভাবই বেশি এখানে।’

আশনা হাবিব ভাবনা
সংগৃহীত

ভাবনা জানান, ধারাবাহিকের ক্ষেত্রে প্রথম ধাপের শুটিং ঠিকঠাক হয়। তারপর ঢিলেমি চলে আসে। শেষ দিকে গিয়ে গল্পের ও চরিত্রের ধারাবাহিকতা আর থাকে না। ছোট পর্দার এই অভিনেত্রী বলেন, ‘ধারাবাহিক নাটকে যদি শেষ পর্যন্ত গল্পের ধারাবাহিকতা থাকে, চরিত্রের ধারাবাহিকতা থাকে, তবেই কাজ করব। কারণ আমি অভিনেতা হতে চাই।’

তাহলে ‘হিট’ ধারাবাহিকটি করার কারণ কী? ভাবনা বলেন, ‘“হিট” নাটকের পরিচালকের আগের কাজগুলো দেখেছি। শেষ পর্যন্ত তাঁর কাজগুলো নিয়ে আলোচনা হয়। এই নাটকটির গল্প ও নিজের চরিত্র দেখে অভিনয় করতে আগ্রহী হয়েছি। আমার চরিত্রের নাম ঝুমুর। কয়েক দিন শুটিং করে চরিত্রটিকে ভালোবেসে ফেলেছি।’

ভাবনা জানান, গত মাসে চার দিন ও চলতি মাসে তিন দিন কাজ করেছেন ধারাবাহিকটিতে।

আশনা হাবিব ভাবনা
সংগৃহীত

এদিকে প্রায় তিন বছর পর নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ দিয়ে সিনেমায় ফিরেছেন ভাবনা। কাজও শেষ। ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির শুটিং পরবর্তী সব কাজ শেষ। এখন সেন্সর বোর্ডে যাওয়ার অপেক্ষায়। ভাবনা বলেন, ‘আমি ভালো গল্প ও ভালো নির্মাতার সিনেমার জন্য অপেক্ষা করেছি এত দিন। ছবিটি আগামী ২৬ মার্চ মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। কীভাবে ছবির প্রচার–প্রচারণা করা যায়, পরিচালকের সঙ্গে তাঁর প্রাথমিক প্রস্তুতি নিচ্ছি।’

‘হিট’ ধারাবাহিকটি প্রচারিত হবে বাংলাভিশনে।