এটুকু আবদার তো করতেই পারি...

কাজ ও ব্যক্তিগত কারণে নিয়মিত খবরের শিরোনাম হন অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরী
ছবি: সংগৃহীত

কাজ ও ব্যক্তিগত কারণে নিয়মিত খবরের শিরোনাম হন অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরী। তবে এবার ভিন্ন কারণে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। বললেন, ‘এটুকু আবদার তো করতেই পারি।’ কী আবদার করলেন মেহ্‌জাবীন?

এই আবদারের মূলে মেহ্‌জাবীনের নামের বানান নিয়ে। অভিনেত্রী নিজেও মনে করেন, তাঁর নামের বানান একটু কঠিন। নামের বানান ইংরেজি ও বাংলায় ভিন্নভাবে লেখা যায়। তাঁকে নিয়ে প্রকাশিত খবরে প্রায়ই নাকি নামের বানান ভুল দেখতে পান। মেহ্‌জাবীন বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমি সব সময় পেয়েছি। আরেকটি আবদার করতে চাই। আমাকে নিয়ে যখন আপনারা গুছিয়ে সুন্দর করে রিপোর্ট লেখেন, আমার খুব ভালো লাগে। তবে কিছু সংবাদমাধ্যমে আমার নামের বানান ভুল লেখেন। যাঁরা এখনো জানেন না, তাঁরা একটু আমার নামের সঠিক বানানটা ফেসবুকে দেখে নেবেন।’ তিনি ফেসবুকে নামের বানান লিখেছেন মেহ্‌জাবীন চৌধুরী।

এই আবদারের মূলে মেহ্‌জাবীনের নামের বানান নিয়ে
ছবি: সংগৃহীত

নামের ভুল বানান নিয়ে অনেক সময়ই মেহ্‌জাবীনকে জটিলতায় পড়তে হয়। নিজের কাজ ও অনেক গুরুত্বপূর্ণ নিউজও তিনি খুঁজে পান না। পোর্টফোলিও তৈরি, দেশের বাইরে যাওয়া বা কোনো কাজে এমবাসির অনেক কাজে প্রয়োজন হয় সংবাদগুলো। ‘এত বড় বড় পত্রিকার সুন্দর খবরের পাশে নিজের নামের বানান ভুল দেখে কেমন যেন লাগে। তারা সঠিক তথ্য দিচ্ছে অথচ নামটাই ভুল। সবাইকে জানানো, এই আরকি। আমার কাছে মনে হয়েছে, এটুকু আবদার তো করতেই পারি। সত্যতা নিশ্চিত করার জন্য এটা জানানো। তারা একটু সচেতন হলেই নামটি ঠিকমতো লিখতে পারে।’

তিনি ফেসবুকে নামের বানান লিখেছেন মেহ্‌জাবীন চৌধুরী
ছবি: সংগৃহীত

বেশ কিছু দিন ধরেই এই অভিনেত্রী শুটিং থেকে কিছুটা দূরে আছেন। এখন আগের চেয়ে কম কাজ করতে চান। তবে আর কাজে ছাড় নয়। দর্শকদের জন্য মানসম্পন্ন কাজ নিয়মিত উপহার দিতে চান। ব্যস্ততা প্রসঙ্গে বলেন, ‘সবকিছু মিলিয়েই শিগগির ফিরব। ভালোবাসা দিবসের জন্য কিছু কাজের ব্যাপারে কথা হচ্ছে। সেগুলো নিয়েই এখন ব্যস্ত হয়ে যাব।’