এবার নতুন গল্প, নতুন মুখ

‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়ালের দৃশ্য
‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়ালের দৃশ্য

আবার শুরু হচ্ছে ‘কসৌটি জিন্দেগি কে’। স্টার প্লাসে এই সিরিয়ালের শুরুটা হয়েছিল ২০০১ সালের ২৯ অক্টোবর, শেষ হয়েছিল ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। ছোট পর্দার দর্শক তৈরিতে তখন সিরিয়ালটি দারুণ ভূমিকা রেখেছিল। প্রতিদিন সন্ধ্যায় শুধু ভারত নয়, বাংলাদেশেও অসংখ্য দর্শক অপেক্ষা করে থাকতেন নতুন পর্ব দেখার জন্য। এবার ছোট পর্দায় আসছে ‘কসৌটি জিন্দেগি কে টু’। ২৫ সেপ্টেম্বর রাত নয়টায় (বাংলাদেশ সময়) স্টার প্লাসে শুরু হচ্ছে সিরিয়ালটি। এবারও কি সিরিয়ালটি আগের মতোই জনপ্রিয় হবে? কী আকর্ষণ থাকছে?

গত ২২ জুলাই ‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়ালের টিজার প্রকাশ করেছে একতা কাপুরের প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি টেলিফিল্মস। এরপর সিরিয়ালটির প্রযোজক একতা কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ভালোবাসা কখনো মরে না। যখন সবাই মনে করে এটা শেষ হয়ে গেছে, তখনই তা ফিরে আসে। এই যেমন কসৌটি জিন্দেগি কে।’ এদিকে জানা গেছে, যে গল্প দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল সিরিয়ালটি, এবার সেই গল্প আসছে নতুন মোড়কে। চিত্রনাট্যকে সময়োপযোগী করা হয়েছে।

আরও একবার টিভির পর্দায় পুরোনো সেই ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালকে ফিরিয়ে আনার জন্য একতা কাপুরকে শুভেচ্ছা জানান শ্বেতা তিওয়ারি। তিনি জানিয়েছেন, ‘কসৌটি জিন্দেগি কে টু’র টিজার তাঁর ভালো লেগেছে। পাশাপাশি সিরিয়ালটির জন্য শুভকামনা জানিয়েছেন।

একতা কাপুর
একতা কাপুর

‘কসৌটি জিন্দেগি কে’র শুরু থেকেই জনপ্রিয় দুই চরিত্র অনুরাগ বসু ও প্রেরণা শর্মা। তখন এই দুটি চরিত্রে অভিনয় করেন সেজান খান ও শ্বেতা তিওয়ারি। ভিলেন হিসেবে জনপ্রিয় হয় কমলিকা। এই চরিত্রে অভিনয় করেন উর্বশী ঢোলাকিয়া। তবে এবার থাকছেন না সেজান খান, শ্বেতা তিওয়ারি ও উর্বশী ঢোলাকিয়া। নতুন ‘প্রেরণা শর্মা’ ‘কুছ রং প্যায়ার কে’ সিরিয়ালের তারকা এরিকা ফার্নান্দেজ আর ‘অনুরাগ বসু’ চরিত্রে অভিনয় করবেন ‘কেয়সা ইয়ে ইয়ারোঁ’ সিরিয়ালের পার্থ সামাথান। ‘কমলিকা’র চরিত্রে শোনা যাচ্ছে হিনা খান নামটি।

‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়ালের সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। জানা গেছে, বলিউডের কিং খানকে ‘কসৌটি জিন্দেগি কে টু’তে ভাষ্যকার হিসেবে দেখা যাবে। থাকছেন প্রচারণায়। আর বলিউডের বাদশা এর জন্য জন্য নাকি আট কোটি রুপি নিয়েছেন। এরই মধ্যে একতা কাপুরের সঙ্গে তিনি ৭২০ মিনিট শুট করেছেন। অর্থাৎ প্রতি মিনিটের জন্য তাঁকে দেওয়া হয়েছে ১ দশমিক ১১ লাখ রুপি।

‘কসৌটি জিন্দেগি কে টু’র প্রচারণা ভিডিওতে একতা কাপুর ও শাহরুখ খান
‘কসৌটি জিন্দেগি কে টু’র প্রচারণা ভিডিওতে একতা কাপুর ও শাহরুখ খান

ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকমকে একতা বলেছেন, ‘আমার মতে ভালোবাসা ক্ল্যাসিক। এই গল্প কখনো পুরোনো হয় না, বারবার বলা যায়। তবে হ্যাঁ, সময়ের সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে গল্প, এসেছে নতুন কিছু চরিত্র। তার মানে কিছু পরিবর্তন আসছে, কিন্তু অনুভূতিটা সব সময় একই রকম।’

‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়ালের নতুন টাইটেল ট্র্যাক তৈরি করেছেন বাবুল সুপ্রিয় ও প্রিয়া ভট্টাচার্য। আর ট্র্যাকটি দারুণ পছন্দ হয়েছে একতা কাপুরের। তাই তো সম্প্রতি তাঁদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।