করোনাকালে সময় কাটাতে ইউটিউব চ্যানেল, পেলেন সিলভার বাটন

ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে ‘সিলভার প্লে বাটন’ পেলেন তানজিন তিশা

ছোট ও বড় পর্দার অনেক তারকারই ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে। তাঁদের কেউ কেউ ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে সিলভার, আবার কেউ কেউ গোল্ডেন প্লে বাটনও পেয়েছেন। গত বছর করোনাকালে ইউটিউব চ্যানেলে খুলেছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। নাম ‘তানজিন তিশা অফিশিয়াল’। সেই চ্যানেলের জন্য ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে ‘সিলভার প্লে বাটন’ পেলেন তানজিন তিশা। ইউটিউবের একটি নিয়ম আছে। তা হলো, কোনো চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইব হলে সিলভার আর ১০ লাখ সাবস্ক্রাইব হলে গোল্ডেন বাটন দেওয়া হয়।


চ্যানেলটি শখের বশেই করা, জানান তিশা। তিনি বলেন, ‘করোনাকালে ঘরেই ছিলাম। চিন্তা করলাম, বাসায় আছি। একটি ইউটিউব চ্যানেল খুলি। পরিবারের সঙ্গে সময় কাটানো, লকডাউনে জন্মদিন, নিজের মেকআপ করাসহ নানা ঘটনার স্মৃতি ভিডিও করে চ্যানেলে রাখা যাবে। সেভাবেই করেছিলাম।’

ভিডিওগুলো চ্যানেলে দেওয়ার পর বেশ সাড়া পাচ্ছিলেন তিশা। তিনি বলেন, ‘এসব ভিডিও দেখে আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ইতিবাচক মন্তব্য করছিলেন। আরও নতুন নতুন ভিডিও চাচ্ছিলেন তাঁরা। দেখলাম, এক বছর না যেতেই সাবস্ক্রাইব এক লাখ পার হয়ে গেল।’

তানজিন তিশা
প্রথম আলো

এই বাটন পেয়ে আনন্দিত তিশা বলেন, ‘এটি আমার ভক্তদেরই ভালোবাসার ফসল। এ কারণেই নিজের কাছে ভালো লাগছে। তবে নিয়মিতভাবে যদি আরও কনটেন্ট দিতে পারতাম, তাহলে হয়তো এত দিনে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে গোল্ডেন বাটন স্বীকৃতি পেতাম।’


কিন্তু কোনো কোনো তারকা তো ইউটিউব নিয়ে নিয়মিতই কাজ করেন। আপনি করেন না কেন? জানতে চাইলে তিশা বলেন, ‘ইউটিউব নিয়ে নিয়মিত কাজ করা হয় না। শুটিংয়ে যা ব্যস্ত থাকি, আলাদা করে ভিডিও তৈরি করার সময় কোথায়। তবে দেশের বাইরে ঘুরতে গেলে চ্যানেলের জন্য কিছু কিছু ভ্লগ তৈরি করি।’

তানজিন তিশা

মিডিয়ায় যাঁরা কাজ করেন, তাঁদের অনেকেই এখন ইউটিউব চ্যানেল থেকে বাড়তি আয়ও করছেন। এ ব্যাপারে তিশার মন্তব্য, ‘যাঁরা চ্যানেলের জন্য সময় বের করে পরিকল্পনা করে কনটেন্ট তৈরি করছেন। তাঁরা আয় করতে পারছেন। সেটি তো আমি করতে পারছি না। এখন আমার পক্ষে সেটি সম্ভবও নয়। কারণ, ওই সময় আমার হাতে নেই।’

তবে তিশা বলেন, ‘একসময় হয়তো আমিও নিয়মিতভাবে নিজের চ্যানেলের জন্য কনটেন্ট তৈরি করতে পারব। তখন চ্যানেল থেকে আয় আসতে পারে।’

তানজিন তিশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এদিকে আগামী পবিত্র ঈদুল আজহার জন্য নাটকের শুটিং শুরু করেছেন তানজিন তিশা। এই অভিনেত্রী বলেন, ‘এরই “মধ্যে চলতি পথে”, “রিকশা গার্ল’, “চিংকি পিংকি”সহ ঈদের চারটি নাটকের শুটিং শেষ করেছি। আগামী ঈদের জন্য সর্বোচ্চ ১০টি নাটকের কাজ করার ইচ্ছা আছে।’