কী দেখবেন, কোথায় দেখবেন

এ সপ্তাহের নতুন সব সিরিজ

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে আসতে যাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

মুন্সিগিরি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
গোয়েন্দা দুনিয়ায় এল নতুন এক সদস্য—মাসুদ মুন্সি। প্রযুক্তির এই রমরমা সময়েও পুরোনো পদ্ধতিতে রহস্য সমাধানেই তিনি বেশি আগ্রহী। রুপালি পর্দায় মাসুদ মুন্সি হয়েছেন চঞ্চল চৌধুরী।

ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’তে অভিনয় করেছেন শবনম ফারিয়া, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা
কোলাজ : আমিনুল ইসলাম

এক সরকারি কর্মকর্তার মৃত্যুরহস্যের জট খুলবেন তিনি। শিবব্রত বর্মণের উপন্যাস মৃতরাও কথা বলে অবলম্বনে ছবিটি তৈরি করেছেন অমিতাভ রেজা চৌধুরী। আয়নাবাজির পর চঞ্চল-অমিতাভ জুটির এটাই প্রথম বড় কাজ। চঞ্চলের সঙ্গে আরও আছেন পূর্ণিমা ও শবনম ফারিয়া।

দ্য গিল্টি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১ অক্টোবর
কল সেন্টারে বদলি হয়ে আসেন বরখাস্ত এক পুলিশ কর্মকর্তা। কিন্তু অপহৃত এক নারীর ফোনকল পাওয়ার পর নতুন এক মিশনে জড়িয়ে পড়েন তিনি। ২০১৮ সালের একই নামের ড্যানিশ সিনেমার রিমেক। জ্যাকি জিলেনহল অভিনীত ছবিটি এ বছর টরন্টো চলচ্চিত্র উৎসবে দেখানো হয়।

সিদ্দাত
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১ অক্টোবর
সানি কৌশল, রাধিকা মদন, মোহিত রায়না ও ডিয়ানা পেন্টি অভিনীত রোমান্টিক ছবি। মূলত দুটি সমান্তরাল প্রেমের গল্প। পরিচালনা করেছেন জান্নাতখ্যাত নির্মাতা কুনাল দেশমুখ। করোনার কারণে এক বছর পিছিয়ে অবশেষে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আজ।

বিঙ্গো হেল
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১ অক্টোবর
খারাপ একদল লোকের খপ্পরে পড়েছে এলাকার লোকজন। লোকজনকে ভয়ংকরভাবে হত্যা করতে থাকে তারা। প্রতিবেশীদের বাঁচাতে এগিয়ে আসে এক বৃদ্ধ। টেক্সাসের ফ্যান্টাস্টিক ফেস্ট চলচ্চিত্র উৎসবে হরর থ্রিলারধর্মী ছবিটির প্রিমিয়ার হয়েছে।

ব্রেক পয়েন্ট
ধরন: ওয়েব সিরিজ
স্ট্রিমিং: জি ফাইভ
দিনক্ষণ: ১ অক্টোবর
ভারতীয় টেনিস খেলোয়াড় মহেশ ভূপতি ও লিয়েন্ডার পেজের জীবনের না বলা গল্প নিয়ে ডকুড্রামা সিরিজ। সিরিজটির পেছনে আছেন দঙ্গলখ্যাত নির্মাতা নিতেশ তিওয়ারি ও অশ্বিনী আইয়ার তিওয়ারি।